Advertisement
Advertisement

Breaking News

মদন মিত্র

অর্জুনের গড় ভাটপাড়ায় তৃণমূলের বাজি মদন মিত্র, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভাটপাড়ায় মদনের প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংয়ের ছেলে পবন!

Madan Mitra to contest bypoll election from Bhatpara
Published by: Sucheta Sengupta
  • Posted:April 25, 2019 2:25 pm
  • Updated:June 22, 2022 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নির্বাচনী ময়দানে নামছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা অন্যতম হেভিওয়েট নেতা মদন মিত্র৷ ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করবেন কামারহাটির প্রাক্তন বিধায়ক৷ বৃহস্পতিবার সিউড়ির সভায় বক্তব্যের শুরুতেই এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া তাঁর আরও ঘোষণা, তফসিলি অধ্যুষিত আসন হবিবপুরের দলীয় প্রার্থী হিসেবে লড়বেন অমল কিসকু৷ ইসলামপুরে লড়বেন আবদুল করিম চৌধুরি৷ এই তিন প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী৷

[আরও পড়ুন : হাওড়ায় মারধরের প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক আইনজীবীদের]

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনে তৃণমূলের প্রার্থীতালিকা তৈরি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যস্তরের বহু নেতা,মন্ত্রী, বিধায়কের উপর ভরসা রেখে তাঁদের এগিয়ে দিয়েছেন দিল্লির লড়াইয়ে৷ ফলে বিধায়ক পদগুলি খালি হয়ে যাওয়ায় সেসব জায়গায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন৷ তার প্রস্তুতিও শুরু হয়েছে৷ প্রথমেই দার্জিলিং বিধানসভা উপনির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে প্রার্থীদের নাম৷ পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় আঞ্চলিক দল গোর্খা জনমুক্তি মোর্চার তরফে বিনয় তামাংয়ের নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ বাকি আসনগুলির উপনির্বাচনের কথা ঘোষণা হতেই আর দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করে দিয়েছেন আরও তিন আসনের প্রার্থী৷ যার মধ্যে উল্লেখযোগ্য মদন মিত্র৷

Advertisement

[আরও পড়ুন : ৭ দিন পর অবশেষে খোঁজ মিলল নদিয়ার নিরুদ্দেশ নোডাল অফিসারের]

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে একটা দীর্ঘ সময়ে কারাগারে বন্দি থাকার পর সেখান থেকে বেরিয়ে আর প্রত্যক্ষ রাজনীতিতে সেভাবে যুক্ত ছিলেন না মদন মিত্র৷ শুধুমাত্র দলের এক কর্মী হিসেবেই ছিলেন৷ দলের দু,একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও, শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছিল৷  কিন্তু মদন মিত্রের জনপ্রিয়তা এবং সংগঠনের কাজে দক্ষতার বিচারে ফের তাঁকে ভোট ময়দানে নামালেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁর নাম ঘোষণা হওয়ার পর মদন মিত্র সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘দিদি যে আমার উপর ভরসা রেখেছেন, এটাই বড় কথা৷ আমি দলের একনিষ্ঠ সৈনিক৷ দল যে দায়িত্ব দেবে, সেটাই করব৷’ মন্ত্রী এবং বিধায়ক থাকাকালীন মদন মিত্রের কাজকর্ম এক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ শোনা যাচ্ছে, ভাটপাড়ায় মদন মিত্রের মোকাবিলায় গেরুয়া শিবির দাঁড় করাচ্ছে অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে৷  ফলে ভাটপাড়া আসনে উপনির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তা বলাই বাহুল্য৷

একইসঙ্গে উপনির্বাচনে রাজ্যের এই তিন আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে কংগ্রেস৷ ভাটপাড়া থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন আহমেদ হুসেন৷ হবিবপুরের প্রার্থী রেজিনা মুর্মূ৷ ইসলাম হাতশিবিরের হয়ে লড়বেন আলহাজ মুজাফ্ফর হুসেন৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement