Advertisement
Advertisement
Madan Mitra

দালালরাজ রুখতে কড়া পদক্ষেপ নয় কেন? সাগর দত্তের অধ্যক্ষকে ‘ধমক’ মদনের

দালালি ঘুচিয়ে দেব! ফের হুমকি মদনের।

Madan Mitra slams Sagar Dutta Medical College Principal
Published by: Paramita Paul
  • Posted:September 26, 2023 7:14 pm
  • Updated:September 26, 2023 7:15 pm

অর্ণব দাস, বারাকপুর: হাসপাতালে ‘দালালরাজ’ ফের হুঁশিয়ারি মদন মিত্রের (Madan Mitra)। এবার রীতিমতো হাসপাতালে ঢুকে ফোনে অধ্যক্ষকে ‘ধমক’ দিলেন কামারহাটির বিধায়ক। প্রকাশ্যেই আঙুল উঁচিয়ে বললেন, “হাসপাতাল চত্বরে দাদাগিরি, গুন্ডাগিরি চলছে। সব ঘুচিয়ে দেব।”

দিন কয়েক ধরেই হাসপাতালে চত্বরে ‘দালালরাজ’ নিয়ে সরগরম রাজ্যের বিভিন্ন মহল। সাগর দত্ত হাসপাতালে দালালদের খপ্পরে পড়ে প্রাণ গিয়েছিল এক বৃদ্ধের। সেই খবর জানতে পেরে হাসপাতালে এসে মদন মিত্র হুঁশিয়ারি দিয়েছিলেন, “আমি কথা দিয়ে গেলাম এটাই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ দালালরাজ।” এরপরই মদন মিত্র ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়। পরিবারকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এর পর বিস্ফোরক প্রতিক্রিয়া দেন তৃণমূল বিধায়ক। বলেছিলেন, “দালালদের পিছনে কেষ্ট-বিষ্টুরা রয়েছে! পশ্চিমবঙ্গে একটা র‌্যাকেট চলছে। রাতের অন্ধকারে ঘুরপথে টাকা রোজগার করছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘দায়িত্ব পেলে আমিই শপথবাক্য পাঠ করাব’, ধূপগুড়ির বিধায়কের শপথ বিতর্কে নয়া দাবি শুভেন্দুর]

এরপর মঙ্গলবার এলাকার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মদন মিত্র। এর পর তিনি সরাসরি হাসপাতালে চলে যান। কিন্তু সেখানে অধ্যক্ষ ছিলেন না। ফোনেই তাঁকে কড়া ‘শাসন’ করেন। অভিযোগ করেন, লাগাতর অভিযোগ ওঠা সত্বেও কোনও সক্রিয় পদক্ষেপ করা হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রের হুঁশিয়ারি,”হাসপাতালের কর্মীদের বেতন কম করে দেওয়া হচ্ছে। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে দালালদের প্রভাবে দাদাগিরি চলছে। চলছে গুন্ডাগিরি। সব ঘুচিয়ে দেব।”

[আরও পড়ুন: দিল্লিতে বড় আন্দোলনের প্রস্তুতি শুরু, ৫০ লক্ষ চিঠি সংগ্রহ তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement