Advertisement
Advertisement
Madan Mitra likely to quit politics, hints at retirement

Madan Mitra: ‘শচীন-ধোনি অবসর নিলে, আমি পারব না?’, মদনের বক্তব্যে রাজনৈতিক ‘সন্ন্যাস’ গ্রহণের জল্পনা

রাজনৈতিক 'সন্ন্যাস' গ্রহণের পর শিক্ষকতা করে দিন কাটাবেন বলেই জানান মদন।

Madan Mitra likely to quit politics, hints at retirement । Sangad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 22, 2023 2:42 pm
  • Updated:May 22, 2023 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে বয়কটের ডাক দিয়েছিলেন। তার ৪৮ ঘণ্টা পরই নিজের অবস্থান বদল। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র দাবি করলেন, কিছুই মনে রাখতে পারছেন না। ‘হ্যালুসিনেশন’ হচ্ছে তাঁর। অবসরের জল্পনাও উসকে দেন মদন।

এসএসকেএম হাসপাতাল বয়কটের ডাক প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “এরকম বলেছিলাম নাকি? আমার ‘হ্যালুসিনেশন’ রোগ আছে। ‘অ্যালঝাইমার্স’ শুরু হয়েছে। ভুলে গিয়েছি। মুকুলের রোগ ধরেছে। একটা গেঞ্জি কিনেছি। তাতে লেখা এবার সন্ন্যাস নেব। সন্ন্যাসী হতে হলে আগে লালন ফকির হতে হবে।” এরপর লালন ফকিরের গানও গাইতে শোনা যায় তাঁকে। অবসরের জল্পনা উসকে দিয়ে মদন মিত্রের দাবি, ‘‘মেসি অবসর নেবে, শচীন অবসর নেবে, ধোনি অবসর নেবে আর মদন মিত্র নেবে না? আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। মানুষের সঙ্গে থাকতে হবে।’’ রাজনৈতিক ‘সন্ন্যাস’ গ্রহণের পর শিক্ষকতা করে দিন কাটাবেন বলেও জানান মদন।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা হয়ে বিদেশে পাচার সাড়ে ৪ হাজার কোটি, লালবাজারের নজরে সুন্দরী-সহ ৭]

উল্লেখ্য, শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে নিয়ে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে যান খোদ মদন মিত্র। সেখানে চিকিৎসা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সরকারি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল বয়কটের ডাক দেন তিনি। পালটা হাসপাতাল কর্তৃপক্ষও মদন মিত্রর আচরণে ক্ষুব্ধ হয়ে পদক্ষেপ নেয়। সেই ঘটনার পর থেকেই মদন মিত্রের নানা বক্তব্য নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা।

[আরও পড়ুন: ‘আমার থেকে অনেক কম যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে মন্ত্রী’, মদনের পর বেফাঁস TMC বিধায়ক তাপস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement