অর্ণব দাস, বারাকপুর: পার্বণ, উৎসবে তিনি বরাবরই থাকেন সেলিব্রেশন মুডে। বাংলার বারো মাসের তেরো পার্বণে সেই সুযোগের কমতিও হয় না। নীল ষষ্ঠীর দিনও কামারহাটির জনপ্রিয় তৃণমূল (TMC) বিধায়ককে দেখা গেল উদযাপনে ব্যস্ত থাকতে। বৃহস্পতিবার তিনি গঙ্গায় স্নান করে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। এদিন তাঁর সঙ্গে ছিল তৃণমূলের তারকা সদস্য তথা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। বিশেষ দিনে এভাবে পুজো দিতে পেরে খুশি কৌশানি। আর এর জন্য মদন মিত্রকেই ধন্যবাদ জানিয়েছেন।
তবে উৎসবে মেতে উঠলেও আসল লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হননি মদন মিত্র (Madan Mitra)। এদিনও তাঁর মুখে শোনা গেল পঞ্চায়েতে লড়াইয়ের (Panchayet Election) বার্তা। বললেন, ”পঞ্চায়েত নির্বাচনে ফাঁকা গোলে নির্বাচন হবে, খেলায় ট্রাইবেকার হচ্ছে গোলকিপার নেই। তাহলে আমি কাকে মারব? আরেকটা হয় যে আমি বিজেপির এজেন্ট সেজে বুথে বসে ওদের হয়ে কাজ করি। আসলে ওদের তো কেউ নেই ভোট করানোর।” নীল ষষ্ঠীর দিন মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে কী প্রার্থনা করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বাংলার উপর থেকে যেন সমস্ত বঞ্চনা দূর হয়। কেন্দ্রের অত্যাচার যেন বন্ধ হয়ে যায়। এসবই প্রার্থনা করলাম। মানুষ যাতে শান্তিতে এখানে থাকতে পারে, তাও বললাম মায়ের কাছে।”
নীল ষষ্ঠীর (Neel Shasthi)বিশেষ দিনে মদন মিত্রর সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। গঙ্গাস্নান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া ও জনসংযোগ – সবেতেই ছিলেন কৌশানি। গোলাপি সালোয়ার-কামিজ, ধুসর রোদচশমায় নায়িকা সুলভ নয়, একেবারেই সাধারণ মেয়ের মতোই লাগছিল তাঁকে। এমন একটা দিন কাটিয়ে খুব খুশি তিনি। বললেন, ”দাদার ডাকে এসেছি। এই আজকের দিনে এভাবে পুজো দিয়ে খুব ভাল লাগল। আমি এ ধরনের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিলাম। তবে দেখে মনে হচ্ছে, দাদা যতক্ষণ আছেন, ততক্ষণ কোনও চিন্তা নেই। তিনি আমার সমস্ত মনোষ্কামনা পূর্ণ করে দিয়েছেন। এখানকার মানুষ ভাল আছেন।” অভিনেত্রীকে এত কাছে পেয়ে সেলফি তোলার আবদার করলেন সকলে। কৌশানিও হাসিমুখে মেটালেন সেই আবদার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.