Advertisement
Advertisement
মদন মিত্র

উপনির্বাচনের ভাটপাড়ায় অশান্তি, উন্মত্ত জনতার হাতে আক্রান্ত মদন মিত্র

হামলাকারীরা বিজেপি সমর্থক বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর৷

Madan Mitra allegedly heckled by agitated voters in Bhatpara
Published by: Sucheta Sengupta
  • Posted:May 19, 2019 2:32 pm
  • Updated:May 19, 2019 3:01 pm  

শুভময় মণ্ডল: সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও, বেলা গড়াতেই উত্তাপ বাড়ল ভাটপাড়া উপনির্বাচনের৷ রবিবার সকালে বুথ পরিদর্শনে বেরিয়ে কাঁকিনাড়া হাইস্কুলে একবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ পরে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে৷ ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছে, আর তার প্রতিবাদ করেছিলেন তিনি৷ পরে সেই বচসা মিটে আবার স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি৷ কিন্তু দ্বিতীয়বার ফের সেই কেন্দ্রে গিয়ে আক্রান্ত হলেন মদন মিত্র৷ এরপর কাঁকানাড়ায় তাঁর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। যদিও ঘটনায় মদন মিত্রের কোনও ক্ষতি হয়নি।

[ আরও পড়ুন: ভোট দিয়ে নিজের কেন্দ্র বসিরহাটে দিনভর চষে বেড়ালেন তারকা প্রার্থী নুসরত]

দুপুর ১টার কিছু পরে তৃণমূল প্রার্থী মদন মিত্র ফের বুথ পরিদর্শনে যান কাঁকিনাড়া হাইস্কুলে৷ সেখানে তাঁকে দেখামাত্রই সাধারণ ভোটাররা ক্ষুব্ধ হয়ে পড়েন৷ অভিযোগ তুলতে থাকেন, প্রার্থীর এতবার বুথ পরিদর্শনে অসুবিধার মুখে পড়তে হচ্ছে ভোটারদের৷ মদন মিত্রকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন৷ আর এনিয়েই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে যায়৷ রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়৷ মদন মিত্রর উপর চড়াও হলেন উন্মত্ত জনতা৷ তাঁকে লক্ষ্য করে ‘চোর’, ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আশেপাশের মানুষজন৷ প্রার্থীকে রক্ষা করতে গেলে দেহরক্ষীদের সঙ্গে জনতার হাতাহাতি বেঁধে যায়৷ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে৷ দু’পক্ষের মধ্যে বেধড়ক মারধর চলে৷ আশেপাশের এলাকা থেকেও মানুষজন তাতে জড়িয়ে পড়েন৷

Advertisement

বেশ কিছুক্ষণ ধরে এমন উত্তপ্ত পরিস্থিতি চলতে থাকে৷ শেষপর্যন্ত তৃণমূল প্রার্থী মদন মিত্র নিজে হস্তক্ষেপ করেন৷ তাঁর কথাতেই বিবদমান দু’পক্ষ কিছুটা শান্ত হয়৷ তাঁদের শান্ত করে কাঁকিনাড়া হাইস্কুলের বুথ থেকে বেরিয়ে যান মদন মিত্র৷ ফের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ভোটগ্রহণ শুরু হয়৷ এনিয়ে মদন মিত্রর অভিযোগ, যারা তাঁর উপর চড়াও হয়েছিল, তারা সকলেই বিজেপি সমর্থক৷ ভাটপাড়ায় নিজেদের হার বুঝে ভোটের দিন প্রার্থীর উপর হামলা চালিয়েছে৷ ভরদুপুরে উপনির্বাচন ঘিরে ভাটপাড়ার এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা৷   

[ আরও পড়ুন:বুথে এজেন্ট বসাতে গিয়ে ভাঙড়ে বিক্ষোভের মুখে বিকাশরঞ্জন]

এদিন সকাল থেকে অবশ্য ভাটপাড়ার পরিস্থিতি এতটা অশান্ত ছিল না৷ শুরু থেকেই বিভিন্ন বুথ পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র, বিজেপি প্রার্থী পবন সিং৷ যদিও অশান্তিতে ইন্ধন দিতে পারে, সেই আশঙ্কায় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দিনভর সেখানকার দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংকে গৃহবন্দি থাকতে হচ্ছে৷ তা নিয়ে তাঁর অভিযোগ, অকারণে তাঁকে বন্দি করে রাখা হয়েছে৷ তবে ছেলে পবন সারাদিন এলাকা ঘুরে আবহাওয়া বুঝে নেওয়ার চেষ্টার ত্রুটি রাখেনি৷ আগাগোড়া অর্জুনের গড়ে শুধুমাত্র উন্নয়নের ভরসায় দুর্গ অটুট রাখতে পারবে তৃণমূল নাকি সাম্প্রতিক গেরুয়াঝড়ে তা ভেঙে পড়বে, তা বোঝা যাবে ২৩ তারিখ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement