Advertisement
Advertisement

Breaking News

বাবুল

বারাবনিতে আক্রান্ত বাবুল, তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ

অভিযোগ অস্বীকার শাসরদলের৷

LS Polls: Union Minister Babul Supriyo attacked at Baraboni
Published by: Tanujit Das
  • Posted:April 29, 2019 10:02 am
  • Updated:April 29, 2019 12:34 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আক্রান্ত হলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ বারাবনিতে ভাঙচুর চালানো হল তাঁর গাড়িতে৷ অভিযোগ তির তৃণমূলের দিকে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগে পালটা সরব হয়েছে শাসকদল৷ ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷

[ আরও পড়ুন: বুথে এজেন্ট বসাতে রাস্তায় ছোটাছুটি অধীরের, সকাল থেকেই উত্তপ্ত বহরমপুর ]

Advertisement

জানা গিয়েছে, এদিন ভোটগ্রহণ শুরু হতেই বারাবনির মাঝিয়ারার হোসেনপুরের ১৯৯ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে৷ অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে৷ ভোট লুটের খবর শুনে এরপরই সেখানে যান আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়৷ দলীয় এজেন্টকে বুথে ঢোকান তিনি৷ এমনকী, কমিশনের আধিকারিকদের সঙ্গে বুথের মধ্যেই জড়িয়ে পড়েন তীব্র বচসায়৷ এরপর বুথের বাইরে এলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটে বাধা দিতেই সেখানে যান বাবুল সুপ্রিয়৷ এবং তাঁর নেতৃত্বে তৃণমূল কর্মীদের মারধর করে বিজেপি সমর্থকরা৷ এরপরই বিজেপি প্রার্থীকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা৷ ভেঙে দেন তাঁর গাড়ির পিছনের কাচ৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ বিক্ষোভকারীদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাবুলের নিরাপত্তারক্ষীরাও৷

[ আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের ]

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র অভিযোগ, বিজেপির এজেন্ট এবং তাঁর বাবকে ভয় দেখিয়ে গৃহবন্দি করে রেখেছিল তৃণমূল আশ্রিত গুন্ডারা৷ তিনি এসে তাঁদের বাড়ি থেকে বের করে আনেন৷ বুথে পৌঁছালে তিনি দেখতে পান, বুথ জ্যাম করে সেখানে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল৷ সেই নিয়ে তাঁর সঙ্গে কমিশনের কর্মীদের বচসা শুরু হয়৷ এরপরই তাঁর গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা৷ যদিও এই ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement