Advertisement
Advertisement

Breaking News

ভারতী ঘোষ

গাড়িতে প্রচুর টাকা-সহ গভীর রাতে আটক ভারতী ঘোষ, উত্তেজনা পিংলায়

ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকে তল্লাশি পুলিশের৷

LS Polls: Cops seize cash from Bharati Ghosh's car
Published by: Tanujit Das
  • Posted:May 10, 2019 8:59 am
  • Updated:May 10, 2019 9:07 am  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: বৃহস্পতিবার গভীর রাতে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটক ঘিরে উত্তেজনা ছড়ায় পিংলায়। অভিযোগ, নিয়ম বহির্ভূত টাকা পাওয়া গিয়েছে প্রাক্তন আইপিএস আধিকারিকের গাড়িতে। যদিও ভারতীর নির্বাচনী এজেন্ট জানিয়েছেন, যে টাকা গাড়িতে ছিল, তার বৈধ কাগজপত্র রয়েছে।

[ আরও পড়িন: বিয়ে করতে গিয়ে পাখা ধরে ঝুলে পড়লেন বর! তারপর… ]

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন ভারতী ঘোষ, ঘটনাচক্রে তখনই পিংলা থানার মুন্ডুমারিতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ভারতী ঘোষের গাড়িও তল্লাশি করতে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। গাড়িতে ভারতী-সহ ছিলেন চারজন। প্রার্থীর পিছনে আরও তিনটি গাড়িতে ছিলেন বিজেপি কর্মীরা। প্রথম গাড়িতেই ছিলেন ভারতী। তাঁর গাড়িতে তল্লাশি করতে চাইলে ভারতী বাধা দেন বলে অভিযোগ। পুলিশের একটি অংশ জানিয়েছে, মুন্ডুমারিতে কর্তব্যরত আধিকারিকদের চমক-ধমকে সেখান থেকে পালিয়ে যান বিজেপি প্রার্থী। মুহূর্তেই সেই খবর পুলিশের বড় কর্তাদের কাছেও পৌঁছায়। এরপর মণ্ডলবারের কাছে ফের ভারতীর গাড়ি আটকায় পুলিশ। সেখান পৌঁছে যায় জেলা পুলিশের স্পেশ্যাল টিম। গাড়ি তল্লাশি করার ক্ষেত্রে ভারতী ঘোষ সহযোগিতা করেননি বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে, লক্ষাধিক টাকা ছিল গাড়িতে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৫০ হাজারের বেশি টাকা নিয়ে কোনও প্রার্থী বা ব্যক্তি যাতায়াত করতে পারবেন না। ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট জানিয়েছেন, গাড়িতে চার জন ছিলেন। পঞ্চাশ হাজার টাকা করে মোট ২ লক্ষ সঙ্গে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে গাড়িতে ছিল ১ লক্ষ ১৩ হাজার টাকা।

[ আরও পড়িন: ইভটিজিংয়ের প্রতিবাদের মাশুল, শিলিগুড়িতে খুন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে ]

স্থানীয় সূত্রে খবর, ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ভারতী ঘোষ ও বিজেপি কর্মীদের বেশ কিছুক্ষণ বচসা চলে। ভারতীর কাছ থেকে কত টাকা উদ্ধার হয়েছে, তা গভীর রাত পর্যন্ত জানায়নি পুলিশ। রাত দু’টো নাগাদ বিজেপি প্রার্থীকে পুলিশ ছেড়ে দিলে নতুন করে উত্তেজনা ছড়ায় পিংলায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গভীর রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা গ্রামেই উত্তেজনা দেখা দেয়। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি দাবি করেছেন, ভারতী ঘোষকে গ্রেপ্তার করতে হবে। যদিও পিংলার বিজেপির সাংগঠনিক সভাপতি অন্তরা ভট্টাচার্যের বক্তব্য, ভারতী ঘোষকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে।

ছবি ও ভিডিও সৌজন্য: সৈকত পাঁজা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement