শুভদীপ রায় নন্দী ও সুরজিৎ দেব: উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্যে বন্ধ হয়ে গেল দু’টি সিলিন্ডার তৈরির কারখানা৷ শিলিগুড়ি এবং বিষ্ণুপুরের ভাসায় বন্ধ হয়ে গেল কারখানা দুটি৷ তার ফলে কাজ হারালেন অন্তত হাজারখানেক শ্রমিক৷ আর্থিক লোকসানের জেরে কারখানা বন্ধের সিদ্ধান্ত বলেই জানায় কর্তৃপক্ষ৷ যদিও এই দাবি মানতে নারাজ কর্মহীন শ্রমিকরা৷
কারখানাটিতে কেন্দ্র সরকারের ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের, হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার নির্দেশ অনুযায়ী সিলিন্ডার প্রস্তুত করা হয়। উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার পাশেই অবস্থিত কারখানাটি। স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৩৬৪ জন শ্রমিক কাজ করতেন। কিন্তু শুক্রবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান৷ ওই নোটিসের মাধ্যমে মালিকপক্ষ জানিয়েছে, কারখানায় প্রতি মাসে ২২০০ সিলিন্ডার তৈরি হত৷ কিন্তু কেন্দ্র সরকারের এলপিজি সংস্থাগুলি সিলিন্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রচুর বিক্রি না হওয়া সিলিন্ডার প্রস্তুত হয়ে পড়ে রয়েছে কারখানায়। ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে কর্তৃপক্ষের৷ ফলে কারখানা চালিয়ে যাওয়া কোনভাবেই কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না৷ তাই বন্ধের সিদ্ধান্ত বলে ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ৷
শুক্রবার সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিস দেখেই ক্ষোভে ফুঁসতে শুরু করেন শ্রমিকরা। কারখানার ভিতরে শ্রমিকদের ঢুকতে দেওয়া হয়নি। সেজন্য শ্রমিকরা কারখানার গেটের বাইরেই কারখানা বন্ধের প্রতিবাদে আন্দোলন শুরু করে। তৃণমুলের শ্রমিক সংগঠন পরিচালিত হলদিয়া প্রিসিশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ওয়ার্কার অ্যান্ড স্টাফ ইউনিয়নের সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘‘কর্তৃপক্ষের কোনও ক্ষতি হচ্ছে না। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শ্রমিকদের চুক্তি মার্চ মাসে শেষ হয়ে গিয়েছে। কিন্তু চার মাস কেটে গেলেও রিনুয়াল করা হয়নি। আমরা দাবি করেছিলাম নতুন চুক্তি হলে শ্রমিকদের মজুরি বাড়াতে হবে। পালটা কর্তৃপক্ষ উৎপাদন বাড়ানোর ও শ্রমিক সংখ্যা কমানোর কথা জানিয়েছিল৷ আমরা সেটা মানিনা৷ সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা।’’ ফুলবাড়ি অঞ্চলের আইএনটিটিইউসির আহ্বায়ক ইয়ানুল হক মুন্সি বলেন, ‘‘এই সিদ্ধান্তে পুজোর মরশুমে শ্রমিকদের আর্থিক ক্ষতি হবে৷ আমরা শ্রমদপ্তরে অভিযোগ করব। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানাব।’’
শিলিগুড়ির মতোই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ভাসাতেও একটি এলপিজি সিলিন্ডার ও ভালভ তৈরির কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ভাসার বাগি গ্রামের এই কারখানা বন্ধের জেরে কর্মহীন অন্তত পাঁচশো শ্রমিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.