Advertisement
Advertisement

‘শাহরুখ-দিব্যা’র প্রেমের পথে কাঁটা কোর্ট

সোমবার সন্ধ্যায় দিব্যাকে ট্রানজিট রিমান্ডে গুজরাত পুলিশের হাতে তুলে দেয় আদালত৷ আগামী বৃহস্পতিবার সেখানকার আদালতে দিব্যাকে পেশ করা হবে৷

Lovers Separated by family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 3:30 pm
  • Updated:June 14, 2016 3:30 pm  

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: আদালতের রায়ে বিপন্ন শাহরুখ-দিব্যার প্রেম৷ রুপোলি পর্দায় নয় বাস্তব জীবনে৷ গুজরাত থেকে প্রেমের টানে পশ্চিম মেদিনীপুরের বেলদায় পালিয়ে এসেও দিব্যা চৌধুরি আদৌ প্রেমিকের কাছে থাকতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়৷ আপাতত তাঁকে অপেক্ষা করতে হবে আরও দু’দিন৷ আগামী বৃহস্পতিবার গুজরাতের আদালতে ঠিক হবে দিব্যা মা-বাবার কাছে ফিরবেন, নাকি ঘরণি হবেন বেলদার সারটা গ্রামের শেখ শাহরুখের৷

কয়েক বছর আগে বেলদা থেকে গুজরাতে কাজ করতে গিয়েছিলেন শাহরুখ৷ সেখানেই লিম্বায়াত থানার কিশোরী দিব্যা চৌধুরির প্রেমে পড়েন তিনি৷ বছর তিনেক আগে গুজরাত থেকে ফিরে এলেও ভাঁটা পড়েনি শাহরুখ-দিব্যার প্রেমে৷ সেই প্রেমের টানেই গত মাসের ২৯ তারিখ সুদূর গুজরাত থেকে বেলদার সারটা গ্রামে চলে আসেন দিব্যা৷

Advertisement

একদিকে শাহরুখ-দিব্যা যখন নতুন জীবনের স্বপ্নে বিভোর, তখন অন্যদিকে গুজরাতের লিম্বায়াত থানায় মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন দিব্যার মা-বাবা৷ খুঁজতে খুঁজতে চলতি মাসের পাঁচ তারিখ বেলদায় হাজির হয় গুজরাত পুলিশ৷ পুলিশের হাতে ধরা পড়েন দিব্যা৷ পরদিন তাঁকে ট্রানজিট রিমান্ডে চেয়ে মেদিনীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়৷

কিন্তু মহিলা পুলিশ না থাকায় নাবালিকা দিব্যাকে রিমান্ডে দেয়নি আদালত৷ সোমবার ফের আদালতে হাজির হয় গুজরাত পুলিশ৷ এবার তাদের সঙ্গে মহিলা পুলিশও ছিল৷ কিন্তু বিপত্তি তৈরি হয় অন্য জায়গায়৷ ইতিমধ্যে সাবালিকা হয়েছেন দিব্যা৷ সোমবার তাঁর বয়স ১৮ বছর ৩ দিন৷ ফলে সরকারি আইনজীবী মেয়েটিকে জামিন দেওয়ার আবেদন করেন৷ মেয়েটিও তাঁকে তাঁর ইচ্ছামতো জীবন-যাপনের সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান৷ মেয়েকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানান দিব্যার মা-বাবাও৷

তবে শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় দিব্যাকে ট্রানজিট রিমান্ডে গুজরাত পুলিশের হাতে তুলে দেয় আদালত৷ আগামী বৃহস্পতিবার সেখানকার আদালতে দিব্যাকে পেশ করা হবে৷ তাঁর ও শাহরুখের সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত কোনদিকে গড়াবে, তা নির্ভর করছে গুজরাতের আদালতের রায়ের উপর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement