বাবুল হক, মালদহ: ভোররাতে বড়সড় দুর্ঘটনা ফরাক্কা সেতুতে (Farakka Bridge)। নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িতে ধাক্কা ১৪ চাকার একটি লরির। এমারজেন্সি ব্রেক কষে চালক মালগাড়ি থামিয়ে দেওয়ায় প্রাণহানি ঘটেনি। তবে দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে রয়েছেন সিআইএসএফ (CISF), রেল ও পুলিশ কর্তারা। দ্রুত সব মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার একটি লরি ফরাক্কা সেতুর রেলের ডাউন লাইনে চলন্ত মালগাড়িকে ধাক্কা মারে। এমারজেন্সি ব্রেক কষে চালক ডাউন লাইনে উপর দাঁড় করিয়ে দেন মালগাড়িটিকে। মঙ্গলবার ভোরে ঘটেছে দুর্ঘটনাটি (Accident)। জানা যায়, মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল মালগাড়িটি। লরিটিও মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। এদিকে, ফরাক্কা থেকে মালদহের (Maldah) দিকে একটি ট্রাক্টর আসছিল। লরিটি ব্রিজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরটিকে ধাক্কা মারে।
এরপরই তার গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে দিয়ে ডাউন মালগাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ফরাক্কা সেতুর মতো জায়গায় এমন দুর্ঘটনায় প্রবল যানজট। যান চলাচল ব্যাহত হয়েছে। ঘটনাস্থলে রেল, পুলিশ কর্তা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এত বড় দুর্ঘটনার পরও প্রাণহানি ঘটেনি। সেটাই সবচেয়ে স্বস্তির খবর বলে মনে করছেন রেল কর্তারা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.