Advertisement
Advertisement

দেওয়াল লিখনে নয়া চমক, ভোট পেতে ‘জয় শ্রীরাম’ই হাতিয়ার গেরুয়া শিবিরের

দেওয়ালে স্থান পেয়েছেন হনুমানও।

Lord Ram and Hanuman are used as BJP's vote campaign
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 23, 2018 9:23 pm
  • Updated:April 23, 2018 9:25 pm  

সুমিত বিশ্বাস,পুরুলিয়া: ভোটে জিততেও রাম নাম!

গত রামনবমীতে প্রায় গোটা রাজ্য জুড়েই বিজেপি এমনকী তৃণমূলও যেভাবে রামের স্মরণ করেছিল তা ছিল কার্যত নজিরবিহীন। এবার রাজনীতিতে রাম নামের ঘটনা সেই ঘটনাকেও ছাপিয়ে গেল। এবার ভোট বৈতরণী পার হতে সেই রামচন্দ্রকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির। পুরুলিয়ায় বিজেপির একাধিক দেওয়াল লিখনে দেখা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান। সঙ্গে হনুমান। শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণকে বাঁচাতে হনুমান গন্ধমাদন পর্বত নিয়ে এসেছিল। সেই ঘটনার ছবি আঁকা হয়েছে পুরুলিয়ার গ্রামে–গ্রামে বিজেপির দেওয়াল লিখনে। ওই পর্বত নিয়ে যাওয়া হনুমানের সেই ছবি দেওয়ালে তুলে ধরে বড় বড় হরফে লেখা আছে জয় শ্রীরাম। তাছাড়া হনুমানের হাতে থাকা ওই পর্বতের মধ্যেই জয় শ্রীরাম লিখেছেন বিজেপি নেতা-কর্মীরা। জনশ্রুতি বা অনেকের বিশ্বাস, হনুমানচল্লিশা পাঠ করলে বা মনে-মনে বজরঙ্গবলীকে স্মরণ করলে সমস্ত বিপদের মোকাবিলা করা যায়। সেই সঙ্গে জয় শ্রীরাম বললে হনুমান খুশি হয়। পুরুলিয়ার গ্রামে–গ্রামে বিজেপির এই দেওয়াল লিখনে যেন সেই বিশ্বাস বা জনশ্রুতিকেই কাজে লাগানো হচ্ছে। ভোটের মত মেগা ইভেন্ট পার করতে এভাবেই এই জেলায় হনুমানের ছবি এঁকে জয় শ্রীরাম লেখা হচ্ছে নির্বাচনী দেওয়াল লিখনে। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “আমাদের কাছে রামচন্দ্র আদর্শ পুরুষ। আমাদের বিশ্বাস রামচন্দ্রের মত রাজ্যপাট হলে কোথাও কোন সমস্যা থাকবে না। তাছাড়া জয় শ্রীরাম আমাদের দলের মন্ত্র। তাই ভোটের দেওয়াল লিখনে আমরা সেই কথা লিখছি। কোনও বৈতরণী পার হতে নয়। তবে জয় শ্রীরাম বলার জন্যই আমাদের জেলায় পুলিশের মামলা খেতে হচ্ছে। জেলে যেতে হচ্ছে। যত এই ধরনের ঘটনা ঘটবে আমরা ততই জয় শ্রীরাম স্লোগান দেব।”

Advertisement

[মোটা টাকার বিনিময়ে অন্যের হয়ে জয়েন্ট পরীক্ষা, হাতনাতে ধরা পড়ল প্রতারক]

সম্প্রতি জয়পুরে ‘বেআইনি’ভাবে রামনবমীর শোভাযাত্রা করায় পুলিশের মামলার ভিত্তিতে আদালত ২৯ জনকে শমন পাঠায়। যা নিয়ে এখনও তোলপাড় গোটা জেলা। ভোটে দেওয়াল লিখনের পাশাপাশি তৃণমূল-বিজেপির সংঘর্ষে ধৃত বিজেপি কর্মীরাও আদালতের এজলাসে ঢোকার সময় জয় শ্রীরাম বলছেন। সবকিছুতেই বিজেপির এমন রাম নামে তৃণমূল রামচন্দ্রকে হাইজ্যাক করার অভিযোগ তুলেছে! পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা জেলাপরিষদের ভোট প্রার্থী সুজয় বন্দ্যেপাধ্যায় বলেন, “রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিজেপি ভাগাভাগি করতে চাইছে। সেটা সাধারণ মানুষ বুঝছেন। রাম কারও একার নয়। তিনি সকলের। তাই আমরাও রামের পুজো করি। বন্দনা করি। রাম আমাদের দেবতা।”

[ছিল বিজেপি হয়ে গেল তৃণমূল, দেওয়াল লিখনকে ঘিরে অশান্তি দক্ষিণ দিনাজপুরে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement