Advertisement
Advertisement
লোকসভা ভোট

লোকসভা ভোট Live: মুর্শিদাবাদের ভগবানগোলায় ভোট সন্ত্রাসের বলি এক

রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রে গড়ে ভোট পড়ল সত্তর শতাংশেরও বেশি।

Loksabha Election 2019 third Phase: Live Updates
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 23, 2019 8:39 am
  • Updated:April 23, 2019 6:19 pm  

রাজ্যে তৃতীয় দফার লোকসভা ভোটে বিক্ষিপ্ত অশান্তি। ভোট মিটল বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে।

সন্ধে ৬টা ১৫: জঙ্গিপুরে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৮.৫৮ শতাংশ, মুর্শিদাবাদের ভোটের হার ৮১.৪১ শতাংশ৷ ৫টি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৭৮.৯৪ শতাংশ৷

Advertisement

বিকেল ৫টা ৪০: বিকেল ৫টা পর্যন্ত মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৬.৮৪ শতাংশ আর মালদহ দক্ষিণে  ৭৭.০৩ শতাংশ। একই সময়ে বালুরঘাটে ভোটদানের হার ৮২.০১ শতাংশ। বিকেল ৪টে পর্যন্ত মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ভোটদানের হার যথাক্রমে ৭৬ শতাংশ ও ৭৪.৫ শতাংশ।

বিকেল ৪টে ৩০:  মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে প্রাণহানি। প্রতিবাদে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। 

দুপুরে ৩টে ৫৭: দুপুর ৩টে পর্যন্ত মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৫. ৮৯ শতাংশ। আর মালদহ দক্ষিণে ভোটদানের হার ৬৪.৬৫ শতাংশ। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭২.০৩ শতাংশ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৬৭.৬৫ শতাংশ ও ৬৮.৪১ শতাংশ।

দুপুর ২টা ৪২ :  মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস- তৃণমূল সংঘর্ষ। রানিতলা বালিগ্রাম এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির। 

দুপুর ২টা ১৩: ভোট দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা ও সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান।

দুপুর ১টা ৩০: দুপুর ১টা পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৪ শতাংশ। মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার যথাক্রমে ৫০.৩ শতাংশ ও ৫০.০৪ শতাংশ।

দুপুর ১২ টা ৫২: মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত নদিয়ার করিমপুরে নকুলদানা দাওয়াই। বুথের বাইরে ভোটারদের নকুলদানা বিলি করছেন তৃণমূল কর্মীরা।

দুপুর ১২টা ৪০: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ‘হেনস্তা’।  অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

দুপুর ১২টা ৮:  মালদহের  বৈষ্ণবনগরের ভগবানপুরে ভোট দিলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

সকাল ১১টা ১৯:  মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বুথে নানা অছিলায় ঢুকে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। কমিশনে অভিযোগ দায়ের কংগ্রেস ও সিপিএমের। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।

সকাল ১১টা: বালুরঘাট লোকসভার কুমারগঞ্জের ১৭০ নম্বর বুথে পুলিশকে হুমকি প্রাক্তন তৃণমূল বিধায়ক মাহমুদা বেগমের। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন বলে অভিযোগ। 

সকাল ১০টা ২৯: ভোটার স্লিপে প্রার্থীর নাম ও ছবি। বালুরঘাটের হরিরামপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কমিশনে নালিশ বিজেপির।

Voter Slip Contro

সকাল ১০টা ১৩: মালদহের কোতয়ালিতে প্রয়াত গনি খানের মাজারে শ্রদ্ধা জানিয়ে ভোট দিলেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর।

Mausam Noor Vote

সকাল ৯টা ৩৬: মুর্শিদাবাদের হরিহরপাড়ার কুমড়িপুরে বুথের বাইরে চলল গুলি। জখম এক কংগ্রেস কর্মী।

সকাল ৯টা ৩১: সকাল ৯টা পর্যন্ত মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ১৫.৬৩ শতাংশ। একই সময়ে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ১৬.০১ শতাংশ। বালুরঘাটে ভোট পড়েছে ১৭.৭৯ শতাংশ।  

সকাল ৯টা ৪: মালদহের কোতয়ালির একটি বুথে ভোট দিলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি ও মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।

সকাল ৮টা ৪০: মালদহের রতুয়ার বাহারাল বুথে ভোটগ্রহণ চলাকালীন  বহিরাগতদের আনাগোনা। বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন।

সকাল ৮টা ৩৭: বালুরঘাটে খাদিমপুরে একটি বুথের বাইরে ভোটারদের বিনা পয়সায় ঝাল মুড়ি খাওয়াচ্ছিলেন এক ব্যক্তি। ঘটনাটি নজরে আসতেই পুলিশের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ওই ব্যক্তিকে বুথ চত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ। 

সকাল ৮.৩০: মুর্শিদাবাদের জলঙ্গির কালীগঞ্জে আক্রান্ত কংগ্রেসের এজেন্ট। কেন্দ্রীয় বাহিনীর সামনে মারধরের অভিযোগ। নিয়োগপত্র ছিঁড়ে দেওয়া হয়। 

সকাল ৮টা ২২: বালুরঘাটে সকাল সকাল ভোট দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শহরের খাদিমপুরে একটি বুথে ভোট দিলেন তিনি।

BJP candidate vote in Balurghat

সকাল ৮টা ১৭: ভোটগ্রহণ শুরু হতেই অশান্ত মুর্শিদাবাদের ডোমকল। মানিকনগরে বুথের বাইরে বোমাবাজি, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধর। এলাকায় উত্তেজনা।

সকাল ৭টা ৫৭: উত্তর মালদার মালতীপুরে একটি বুথ থেকে কংগ্রেসের পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। এলাকায় উত্তেজনা।

সকাল ৬টা ৪৮: ভোটগ্রহণ শুরুর আগেই উত্তেজনা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বুথে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। একাধিক জায়গায় বিকল ইভিএম, ক্ষুব্ধ ভোটাররা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement