ফাইল ছবি
রাজ্যে শেষ হল ষষ্ঠ দফার লোকসভা ভোট। ভোটগ্রহণ মিটল মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে।
বিকেল ৫টা ৩০: শেষবেলায় গুলি চলল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। বাঁকাদহ এলাকায় ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়ানো নিয়ে বচসা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন একজন।
বিকেল ৫টা ১৫: বিকেল ৫টে পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৯৯ শতাংশ। কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৭১.৬৮ শতাংশ, ঘাটালে ৭৫.৭১ শতাংশ। একই সময়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.৭৪ শতাংশ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭২.৭৩ শতাংশ। পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার যথাক্রমে ৭৩.৫৩ শতাংশ, ৭০.১০ শতাংশ ও ৭৮.৪৫ শতাংশ।
বিকেল ৪টে ৫০: বিকেল ৪টে পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.৫১ শতাংশ। কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৯.৭৯ শতাংশ, ঘাটালে ৭১.৪৫ শতাংশ। একই সময়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭০.১৪ শতাংশ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৮.৭৮ শতাংশ। পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার যথাক্রমে ৭০.৪৮ শতাংশ, ৬৮.০২ শতাংশ ও ৭১.৯৬ শতাংশ।
বিকেল ৪টে ১৮: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলছে! বাঁকুড়ার লোকসভা এলাকায় দুটি বুথে বন্ধ ভোটগ্রহণ।
বিকেল ৪টে: মেদিনীপুরের ধরমা মোড়ে ফের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের কনভয় আটকাল পুলিশ। কেশপুরের দোগাছি এলাকায় গুলি চালানো নিয়ে বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ পুলিশের।
দুপুর ৩টে: বাঁকুড়ার শালতোড়ায় আক্রান্ত এক বিজেপি কর্মী। ছাতার কানালি এলাকা ভোট দিতে যাওয়ার পথে তাঁকে তৃণমূল কর্মীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে দলের কর্মীকে উদ্ধার করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
দুপুর ২টো ১৫: পুরুলিয়ার রঘুনাথপুরে বুথের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের জমায়েত। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার।
দুপুর ২টা: দুপুর ১টা পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৯.০৭ শতাংশ। কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৫৭.০৯ শতাংশ, ঘাটালে ৫৪.৯৫ শতাংশ। একই সময়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.২১ শতাংশ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৩.০২ শতাংশ। পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার যথাক্রমে ৫৬.৬০ শতাংশ, ৫৩ .১০শতাংশ ও ৫৪.১৪ শতাংশ।
দুপুর ১টা ২১: জামবনির একটি বুথে ভোট দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ঝাড়খণ্ড পার্টি(নরেন)-এর প্রার্থী বীরবাহা হাঁসদা।
দুপুর ১২টা: সকাল ১১টা পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪১.২০ শতাংশ। কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৩৭.৫৩ শতাংশ, ঘাটালে ৩৯.৪১ শতাংশ। একই সময়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪১.৭৪ শতাংশ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৮.২১ শতাংশ। পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার যথাক্রমে ৩৫.৭৮ শতাংশ, ৩৩.০৭ শতাংশ ও ৩৭.৫০ শতাংশ।
সকাল ১১টা ৫২: পুরুলিয়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বলরামপুর বুথে বাইরে দলের ক্যাম্প অফিস থেকে ভোটারদের মুড়ি-ঘুঘনি বিলি!
সকাল ১১টা ৩৩: বাঁকুড়া শহরের আশ্রমপাড়ায় বুথের বাইরে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ। আহত ১।
সকাল ১১টা ১৯: ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত কেশপুর। কেশপুর বাজারের কাছে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের দুটি গাড়ি বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। প্রতিবাদে কালী মন্দিরে ধরনায় বসলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
সকাল ১১টা ০৭: মেদিনীপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রামপুরায় রাজ্য বিজেপি সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। দ্রুত দিলীপ ঘোষকে নিয়ে এলাকা ছাড়লেন নিরাপত্তারক্ষীরা।
সকাল ১০টা ৩১: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। কথা বললেন ভোটার ও ভোটকর্মীদের সঙ্গে।
সকাল ৯টা ৪৮: কাঁথি শহরের পিকে কলেজের বুথে ভোট দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী।
সকাল ৯টা ৪৪: কেশপুরে ফের বিক্ষোভের মুখে ভারতী ঘোষ। দোগাছি এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের। গাড়িতে ভাঙচুর, নিরাপত্তারক্ষীকে মারধর। প্রার্থীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে পালটা গুলি চালানোর অভিযোগ। আহত ১ তৃণমূল সমর্থক। রিপোর্ট তলব কমিশনের।
সকাল ৯টা ৩১: ভোট দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমব্রম।
সকাল ৯টা ১১: কেশপুরের বকছড়ি এলাকার একটি বুথে মোবাইল নিয়ে ঢুকে ভিডিওগ্রাফি। বিতর্কে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। বুথের প্রিসাইডিং অফিসারকে অপসারণ।
সকাল ৯টা: ঝাড়গ্রামের লালগড়ের পূর্ণাপূর্ণি গ্রামে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। এলাকায় উত্তেজনা।
সকাল ৮টা ৫২: হলদিয়ার একটি বুথে ভোট দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকাল ৮টা ৪২: প্রবল দাবদাহ থেকে মুক্তি। ভোটের দিন সকালে বৃষ্টি নামল পুরুলিয়া।
সকাল ৮টা ৩৫: বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিমলাপালে মৌমাছির উপদ্রব। বুথের বাইরে মৌমাছির কামড়ে জখম দু’জন ভোটার। এলাকায় আতঙ্ক।
সকাল ৮টা ৭: ঝাড়গ্রামে লোকসভা কেন্দ্রে বহু বুথে ইভিএম বিকল। ভোটগ্রহণে দেরি, ক্ষুদ্ধ ভোটারা।
সকাল ৭টা ৪৫: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সবংয়ে জলচক এলাকার একটি বুথে বিজেপি এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।
সকাল ৭টা ৪২: ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া পশ্চিম বিধানসভার সাহালাজপুর গ্রামে ভোটদানে বাধা। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বাবলু ছাত্রীক গ্রামবাসীদের ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ।
সকাল ৭টা ৩৯: ভোটগ্রহণকে কেন্দ্র করে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। বুথের বাইরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের বচসা-হাতাহাতি। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্তা ও মারধরের অভিযোগ।
সকাল ৭টা ২১: বাঁকুড়ায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইন্দাসেও বহু বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ।
সকাল ৬টা ৪৩: বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। দলের এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ বিজেপি প্রার্থীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.