Advertisement
Advertisement

Breaking News

সপ্তম দফার ভোট

গুলি-বোমায় রণক্ষেত্র ভাটপাড়া, শেষ দফায় সার্বিকভাবে সুষ্ঠু ভোট

ভাটপাড়া উপনির্বাচনে ব্যাপক অশান্তি, কাঁকিনাড়ায় চলল গুলি-বোমা৷

Loksabha election 2019: Seventh phase live updates
Published by: Sayani Sen
  • Posted:May 19, 2019 8:14 am
  • Updated:May 19, 2019 6:50 pm  

শেষ হল লোকসভা নির্বাচন৷ সপ্তম দফায় কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারে ছিল ভোটগ্রহণ৷ ভাঙড়ে বিক্ষিপ্ত অশান্তি হলেও সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ভাটপাড়া৷ উত্তেজনার শীর্ষে রইল এই কেন্দ্রের উপনির্বাচন৷ অশান্তি আগুনে জ্বলে ওঠে কাঁকিনাড়া৷ তৃণমূল প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে চলে গুলি এবং বোমা৷ কোনওক্রমে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে রক্ষা পান তিনি৷

সন্ধে ৬টা ৩০: দমদম লোকসভা কেন্দ্রে বিকাল ৬টা ৩০ পর্যন্ত ভোট পড়েছে ৭৩.০৫ শতাংশ৷ বারাসতে ভোট পড়েছে ৭৪.৪১ শতাংশ৷ ৭৭.৭৭  শতাংশ ভোট পড়েছে বসিরহাটে৷ জয়নগরে ভোট পড়েছে ৭৫.৮১ শতাংশ৷ ৭৮.৯৬ শতাংশ ভোট পড়েছে মথুরাপুরে৷ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৭৭.৩১ শতাংশ৷ যাদবপুরে ভোট পড়েছে ৭৩.৫৩ শতাংশ৷ ৬৭.০৯ শতাংশ ভোট পড়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে৷ কলকাতা উত্তরে ভোট পড়েছে  ৬১.১৮ শতাংশ৷ 

Advertisement

বিকাল ৫টা: দমদম লোকসভা কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৫৮ শতাংশ৷ বারাসতে ভোট পড়েছে  ৭০.৫০ শতাংশ৷ ৭৭.৭৭  শতাংশ ভোট পড়েছে বসিরহাটে৷ জয়নগরে ভোট পড়েছে  ৭৪.৭১ শতাংশ৷  ৭৮.৩৯ শতাংশ ভোট পড়েছে মথুরাপুরে৷ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৭৫.৫৫ শতাংশ৷ যাদবপুরে ভোট পড়েছে ৭১.৫০ শতাংশ৷ ৬১.১৩ শতাংশ ভোট পড়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে৷ কলকাতা উত্তরে ভোট পড়েছে  ৬১.০৪ শতাংশ৷ 

বিকাল ৪টে ৫৫: নিউ বারাকপুরের সাজিরহাটে বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য৷

বিকাল ৪টে ৫০: নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভোট দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ ভোটদানের পর কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন৷ তিনি বলেন,‘‘বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী৷’’ 



বিকাল ৪টে ২৩:
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন দেবাশিস কুমার৷ ভোটদানের পর বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ  মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে বিজেপি, তা আগে কখনও দেখিনি৷’’ সকালে এই কেন্দ্রে ভোট দেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

বিকাল ৪টে ১২: ডায়মন্ড হারবার-সহ বেশ কয়েকটি বুথে দেদার ভোট লুটের অভিযোগ সীতারাম ইয়েচুরির৷ কাঠগড়ায় তৃণমূল৷

বিকাল ৪টে: দমদম লোকসভা কেন্দ্রে বিকাল ৪টে পর্যন্ত ভোট পড়েছে ৬৫.২৪ শতাংশ৷ বারাসতে ভোট পড়েছে  ৬৫.৩৮ শতাংশ৷ ৬৯.৮৯  শতাংশ ভোট পড়েছে বসিরহাটে৷ জয়নগরে ভোট পড়েছে  ৬৬.৪০ শতাংশ৷  ৬৯.৩৯ শতাংশ ভোট পড়েছে মথুরাপুরে৷ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৬৬.৩১ শতাংশ৷ যাদবপুরে ভোট পড়েছে ৬০.৫৯ শতাংশ৷ ৫৮.৬৬ শতাংশ ভোট পড়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে৷ কলকাতা উত্তরে ভোট পড়েছে  ৫৪.৯৯ শতাংশ৷ 

দুপুর ৩টে ৫০:  অশান্তি রুখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের উপ-কমিশনার সুদীপ জৈনের৷

দুপুর ৩টে ৩০: কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভে বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার৷

KAKALI-GHOSH-DASTIDAR
দুপুর ৩টে ৪৫: (ভাটপাড়া উপনির্বাচন) দফায় দফায় উত্তপ্ত কাঁকিনাড়ার কাঁটাপুকুর৷ দফায় দফায় বোমাবাজি৷ জ্বলল আগুন৷ ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ ঘটনাস্থল বারাকপুর কমিশনারেটের কমিশনার৷ উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র৷ রিপোর্ট তলব কমিশনের৷

দুপুর ৩টে ৩০: ইভিএমে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মিমি চক্রবর্তীর নামের পাশে নীল কালি৷ সোনারপুরের কামরাবাদের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির বিজেপির৷ 

দুপুর ৩টে ১৯: শারীরিক অসুস্থতার জের৷ এই প্রথমবার ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ পাঠভবন জুনিয়র স্কুলে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার কথা ছিল তাঁর৷ তবে তাঁর স্ত্রী মীরা এবং মেয়ে সুচেতনা ভোট দেন৷ 

দুপুর ৩টে ১: মথুরাপুর লোকসভা কেন্দ্রের ঢোলাহাট থানার চন্ডীপুরে ব্যাপক বোমাবাজি।

দুপুর ৩টে: দমদম লোকসভা কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৫.২৪ শতাংশ৷ বারাসতে ভোট পড়েছে ৬৫.৩৮ শতাংশ৷ ৬৯.৮৯ শতাংশ ভোট পড়েছে বসিরহাটে৷ জয়নগরে ভোট পড়েছে ৬৪.২১ শতাংশ৷ ৬৯.৩৯ শতাংশ ভোট পড়েছে মথুরাপুরে৷ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৬৩.৯৬ শতাংশ৷ যাদবপুরে ভোট পড়েছে ৬০.৫৯ শতাংশ৷ ৫৮.৬৬ শতাংশ ভোট পড়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে৷ কলকাতা উত্তরে ভোট পড়েছে ৫৪.৯৯ শতাংশ৷ 

দুপুর ২টা ৫৩: মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাগর বিধানসভার ১৬ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷ তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বচসা৷ পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর৷ তাতে বেশ কয়েকজন নিরীহ ভোটার জখম হয়েছেন৷ 

VOTER-INJURED-BY-CRPF

দুপুর ২টা ৪৫: (ভাটপাড়া উপনির্বাচন) কাঁকিনাড়ায় তৃণমূল প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা৷ কাঁটাপুকুরেও অগ্নিগর্ভ পরিস্থিতি৷ গাড়ি ঘুরিয়ে কোনওক্রমে এলাকা ছাড়েন মদন মিত্র। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

দুপুর ২টা ১৫: ভাঙরের জমি-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বুথে বচসা পুলিশের৷ 

দুপুর ২টা: দুপুর ২টা পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৯.৩১ শতাংশ৷ বারাসত কেন্দ্রে ৫৩.৫৯ শতাংশ, ৫৪.১১ শতাংশ ভোট পড়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে৷ জয়নগরে ভোট পড়েছে ৪৮.৫৪ শতাংশ, মথুরাপুরে ভোট পড়েছে ৫৩.৭৮ শতাংশ৷ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৫২.৪৪ শতাংশ৷ যাদবপুরে ভোট পড়েছে ৪৮.০৯ শতাংশ, কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে ৪৩.৮০ শতাংশ, কলকাতা উত্তর কেন্দ্রে ভোট পড়েছে ৪৩.৬৮ শতাংশ৷  

দুপুর ১টা ৩২: (ভাটপাড়া উপনির্বাচন) কাঁকিনাড়া হাইস্কুলে দ্বিতীয়বার বুথ পরিদর্শনে গিয়ে আক্রান্ত ভাটপাড়া উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ চড়াও  হয়ে প্রার্থীর উপর হামলা ভোটারদের৷ প্রার্থীর দেহরক্ষীর সঙ্গে ভোটারদের খণ্ডযুদ্ধ৷ 

দুপুর ১টা ৩১:  হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর বুথে পুলিশের পোশাক পরে ছাপ্পা দিতে গিয়ে গ্রেপ্তার এক৷ গ্রামবাসীরা হাতেনাতে ধরে তাকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশি জেরায় বাবুর আলি শেখ নামে ওই যুবক জানায় সে বসিরহাটে মালতিপুরের বাসিন্দা।  

FAKE POLICE

দুপুর ১টা ২২: বারাসত লোকসভা কেন্দ্রের ভারতীয় বিদ্যাভবন স্কুলের বুথ নম্বর ২২৮, ২২৯, ২৩০, ২৩১,২৩২, ২৩৩ এবং ২৩৪ নম্বর বুথেরবিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ৷ কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত৷ 

দুপুর ১টা ১৯:  সপরিবারে ভোট দিলেন কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ নাতনিকে কোলে নিয়ে ভোটকেন্দ্রে ঢোকেন তিনি৷ এদিকে, একের পর এক বুথে ইভিএম বিকল হওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেতা৷ 

দুপুর ১টা ১৬: পূর্ব বেহালার মিশন ডালিপাড়ায় বহিরাগতদের জটলা৷ কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ৷

দুপুর ১টা ১৫: বাঘাযতীনের জি ব্লকে সিপিআইএমের বুথ ভাঙার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷

BAGHAJATIN

দুপুর ১টা ১১: ভোটযুদ্ধেও সৌজন্যের ছবি। বসিরহাটের একে অপরকে দেখা মাত্রই গাড়ি থেকে নেমে হাত মেলালেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু ও সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত।

SAYANTAN-COURTESY

দুপুর ১টা ১:  বাসন্তীর বিভিন্ন এলাকায় বোমা-বন্দুক হাতে দাপাদাপি দুষ্কৃতীদের৷  

BASANTI-ARMS
বেলা ১টা:  বেলা ১টা পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৯.৩১ শতাংশ৷ বারাসতে ৫৩.৫৯ শতাংশ, বসিরহাটে ৫৪.১১শতাংশ, জয়নগর৪৮.৬৪ শতাংশ, মথুরাপুরে ভোট পড়েছে ৫৩.৭৮ শতাংশ, ডায়মন্ড হারবারে ৫২.৪৪ শতাংশ, যাদবপুরে ৪৮.০৯ শতাংশ, কলকাতা দক্ষিণ ৪৩.৮০ শতাংশ এবং কলকাতা উত্তরে ৪৩.৬৮ শতাংশ৷ 

বেলা ১২টা ৫৫: যাদবপুর লোকসভা কেন্দ্রের ১০১ নম্বর ওয়ার্ডে মৃত ভোটারের নামে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ 

বেলা ১২টা ৫০: বারাসতের শাসনে আক্রান্ত কুইক রেসপন্স টিম৷ তাদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি৷ জখম হয়েছেন বেশ কয়েকজন৷

বেলা ১২টা ৪৯: বসিরহাট লোকসভা কেন্দ্রের ২ নম্বর ব্লকের গাঙাটির ৭৯ নম্বর বুথে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর৷ আহত ৩ তৃণমূল কর্মী৷

বেলা ১২টা ৪৮: (দার্জিলিং উপনির্বাচন) ব্লুমফিল্ড হাইস্কুলে ভোট দিলেন বিনয় তামাং৷

BINAY-TAMANG

বেলা ১২টা ৩৯: ভোট দিয়ে বেরিয়ে জোড়াসাঁকোর আর্যকন্যা স্কুলের বাইরে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়৷ তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়৷ কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়৷

বেলা ১২টা ৩৬: ভ্যাবলা কালীবাড়ি কাছে ১৭৫ নম্বর বুথে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনাস্থল পরিদর্শনে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু৷

BJP-CAMP

বেলা ১২টা ২০: দমদমের ২৩২ এবং ২৩৩ নম্বর বুথ দখল করে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ এই অভিযোগ ঘিরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা স্থানীয় ভোটারদের৷ 

বেলা ১২টা ১৫: তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ডের ৫ এবং ৭ নম্বর বুথ দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ 

বেলা ১২টা ১৩: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে জোর করার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর বিমল সাহা৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচলা ভোটারদের৷ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের৷ 

বেলা ১২টা ১২: মথুরাপুর লোকসভার মন্দিরবাজারের সীতাগাছিতে ২০০ নম্বর বুথে তিনবার ইভিএম পরিবর্তন করেও ভোট এখনও পর্যন্ত শুরু করা যায়নি।

বেলা ১২টা ১০: দমদম লোকসভা কেন্দ্রের কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডে উদয়ভিলা জুনিয়র প্রাইমারি বেসিক স্কুলের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ৷ 

বেলা ১২টা ৬: বেলা ১২টা পর্যন্ত দমদম  লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৪.১০ শতাংশ৷ বারাসতে ৩৬.৯৪ শতাংশ৷  বসিরহাটে ৩৩.৯৬ শতাংশ৷ জয়নগর ২৯.৬০ শতাংশ৷ মথুরাপুর ৩৪.৯০ শতাংশ৷ ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৩৪.৪০ শতাংশ৷ যাদবপুরে ৩১.৫৯ শতাংশ৷ কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ২৭.৬৯ শতাংশ এবং কলকাতা উত্তরে ভোট পড়েছে ২৫.৪১ শতাংশ৷  

বেলা ১২টা: বেহালা পর্ণশ্রীর ১৩১ নম্বর ওয়ার্ডের ৩৩ নম্বর বুথে গারগাছা শিশু ভারতী হাইস্কুলে ভোট দিলেন শোভন চট্টোপাধ্যায়৷

বেলা ১১টা ৫০: বেহালার পর্ণশ্রীতে  ভোট দিলেন রত্না চট্টোপাধ্যায়৷

RATNA-CASTS-VOTE

বেলা ১১টা ৪৭: ডোঙ্গারিয়ায় ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷

NILANJAN-ROY'S-CAR

বেলা ১১টা ৪৫: ভোটের দিন খাস কলকাতায় বোমাবাজি৷ রবীন্দ্র সরণিতে ভোটগ্রহণ কেন্দ্রের খুব কাছে বাইকে চড়ে এসে বোমাবাজি করে দুষ্কৃতীরা৷ ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷ ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের৷ 

বেলা ১১টা ৪০: অভিযান ক্লাবের ২৯৩, ২৯৪ নং বুথে বিজেপি এজেন্টকে রীতিমত হুমকি দিতে দেখা দেল এক তৃণমূল নেতাকে৷ ডলি ব্রহ্ম ঘোষ নামে ওই এজেন্টকে বুথে ঢুকে শাসান স্থানীয় তৃণমূল নেতা রাজা বইঠা৷

বেলা ১১টা ৩৫: ডায়মন্ড হারবার লোকসভার নূরপুর হাই মাদ্রাসা বুথে ভোটে বিলম্ব৷ বিরক্ত হয়ে অসন্তোষ প্রকাশ ভোটারদের৷ চিৎকার করতে শুরু করেন তাঁরা৷ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে৷ গুরুতর জখম হন বিশেষ ক্ষমতাসম্পন্ন এক ভোটার৷ তাঁকে সরিষা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 

বেলা ১১টা ৩১: নিজের লোকসভা কেন্দ্রের একটি বুথে হেনস্তার শিকার অনুপম হাজরা৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ৷ পালটা তৃণমূলের দাবি, বুথে ঢুকে নিজেই অশান্তির পরিবেশ তৈরি করেন ওই বিজেপি প্রার্থী৷ জখম হয়েছেন বিজেপি প্রার্থীর গাড়ির চালকও৷ 

anupam-driver

বেলা ১১টা ২২: ক্যানিংয়ের গান্ধী কলোনির পশ্চিম বিধানসভা এলাকায়  বাইক মিছিল করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। 

বেলা ১১টা ১৯: সকাল সকাল কলকাতা দক্ষিণের বালিগঞ্জে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নুসরত জাহানের৷

NUSRAT-JAHAN
এরপর সোজা নিজের লোকসভা কেন্দ্রে চলে যান তিনি৷ টাকিতে বুথ পরিদর্শনের সময় কথা বললেন ভোটারদের সঙ্গে৷ 

বেলা ১১টা ১৭:  কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ 

SOVONDEB-CAST-VOTE

বেলা ১১টা ১৩: মথুরাপুর লোকসভা কেন্দ্রের ঢোলাহাট থানার রায়দিঘি বিধানসভার আবাদ ভগবানপুর পঞ্চায়েতের সাতপুকুরে বোমাবাজির অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে। 

সকাল ১০টা ৪৮: দলীয় এজেন্টকে বুথে বসাতে গিয়ে বিক্ষোভের মুখে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

সকাল ১০টা ৪৭: (ভাটপাড়া উপনির্বাচন) কাঁকিনাড়া হাইস্কুলের ৩৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী মদন মিত্রের৷  

সকাল ১০টা ৪৫: যাদবপুরের শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৫, ১৩৬ এবং ১৩৭ নম্বর বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ মুখ ঢেকে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা  আঙুলে কালি লাগিয়ে ভোটারদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ৷  

সকাল ১০টা ৪৩: বারুইপুরের ২৫১ নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরানো হল প্রিসাইডিং অফিসারকে৷

সকাল ১০টা ৪২:
যাদবপুরের শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের  বুথে মহিলাকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ 

সকাল ১০টা ৪১: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নাকতলায় ভোট দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

সকাল ১০টা ৩৬: বসিরহাটের মালঞ্চ কালীতলার ১৮৯ নম্বর বুথের বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ৷ ঘটনাস্থলে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু৷ 

সকাল ১০টা ৩০: মিনাখাঁয় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে অবরোধ বিজেপির৷ 

BASANTI-HIGHWAY-BLOCKED-BY-BJP

সকাল ১০টা ২৮: (ইসলামপুর উপনির্বাচন) মাদারিপুরে ব্যাপক বোমাবাজি৷ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বেধড়ক মারধর৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের৷

MADARIPUR-BOMBING

সকাল ১০টা ২৬: মগরাহাটের পশ্চিম লক্ষ্মীকান্তপুরের ২২২, ২২৪, ২২৫, ২২৬ নম্বর বুথে বিরোধী এজেন্টদের বের করে দেওয়া অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷

সকাল ১০টা ২০: তিলজলার একটি বুথ পরিদর্শন করে বেরনোর সময় বিক্ষোভের মুখে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা৷  

সকাল ১০টা ১৫: ভাঙড়ের পোলেরহাটে তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷

সকাল ১০টা ১১: মথুরাপুর লোকসভার মন্দিরবাজার বিধানসভার খেলারামপুরের ১৫৩ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের৷ ভোটাররা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বলেই দাবি গেরুয়া শিবিরের৷ 

সকাল ১০টা ৮: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার৷ 

KAKALI GHOSH DASTIDAR

জয়নগরের পূর্ব ভাঙনখালি প্রাথমিক বিদ্যালয়েও উঠেছে একই অভিযোগ৷ তবে এই প্রথমবার নয়৷ এর আগে প্রায় প্রত্যেকটি নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে৷ 

সকাল ১০টা ৫: বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর অভিযোগ, সন্দেশখালিতে ৫০ টি বুথ দখল করেছে তৃণমূল৷

সকাল ৯টা ৫৭: দমদম লোকসভার মধ্য কৃষ্ণপুরে প্রিসাইডিং অফিসারকে হেনস্তার অভিযোগ৷ কেঁদে ফেললেন তিনি৷

সকাল ৯টা ৫০: (ভাটপাড়া উপনির্বাচন) ১০৫ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্ট রবিরঞ্জন সিংকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ 

সকাল ৯টা ৪৭: পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে৷

সকাল ৯টা ৪৫: দেগঙ্গার গিলাবেড়িয়ার ৬৬ এবং ৬৭ নম্বর বুথে বোমাবাজির পর ঘটনাস্থলে বাইক ফেলে রেখে চম্পট দুষ্কৃতীদের৷  

সকাল ৯টা ৪৩: বেলেঘাটায় বুথের ৫০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিস৷ ঘাসফুল শিবিরের বিরুদ্ধে উঠল অবৈধ জমায়েতের অভিযোগ৷

সকাল ৯টা ৪০: দমদমের ঘুঘুডাঙায় ২১৬ নম্বর বুথে বিজেপি এজেন্টের কাছে থাকা নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ 

সকাল ৯টা ৩৯: রায়দিঘি বিধানসভার ঢোলাহাট থানার ৭১ও ৭২ নম্বর বুথে সকাল থেকে বোমাবাজি। এই ঘটনায় তৃণমূলের উপর দায় চাপিয়েছে বিজেপি৷ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

সকাল ৯টা ৩০: (দার্জিলিং উপনির্বাচন) দেহরক্ষী নিয়ে ঢুকে মোর্চার এজেন্টকে হুমকির অভিযোগ উঠল জিএনএলএফ প্রার্থী নীরজ জিম্বার বিরুদ্ধে৷ ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের৷ 

সকাল ৯টা ২৯: বাদুড়িয়ার শায়েস্তানগরের দু’নম্বর কালিতলার ২১৯,২২০ নম্বর বুথে বিরোধীদের এজেন্ট বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷  

সকাল ৯টা ২৬: কাকদ্বীপের ১০৮ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ১১০ নম্বর বুথে তৃনমুল নেতার বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ৷ 

সকাল ৯টা ২৩: গোসাবার বিপ্রদাসপুরের ৫০ এবং ৫১ নম্বর বুথে বন্দুক নিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷
সকাল ৯টা ১৫:
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইন্সটিটিউটে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়কে ভোট দিতে বাধা৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রার্থীর বচসা৷ রিটার্নিং অফিসারকে অভিযোগ জানালেন তিনি৷

সকাল ৯টা ১০: যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ ভাঙড়ে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ তাঁর৷

সকাল ৯টা ৮: ভোটের দিন সকালে নিউটাউনের ইউনিটেকে উদ্ধার বোমা৷ 

সকাল ৯টা: (ভাটপাড়া উপনির্বাচন) সকালে ঘোলার কালীমন্দিরে পুজো দেওয়ার পর বুথে বুথে ঘুরে উপনির্বাচনের তদারকি করছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র৷

সকাল ৮টা ৫৩: সল্টলেকের বি এল কমিউনিটি হলের ১৯৭ নম্বর বুথে খারাপ ইভিএম৷ ব্যাহত ভোটগ্রহণ৷ 

সকাল ৮টা ৫২: জয়নগর লোকসভার বাসন্তী বিধানসভা কেন্দ্রের ভোটারদের দাবি, তৃনমূলকে ভোট দিলে মিলছে মুড়ি-ছোলা ও বাতাসা। 

সকাল ৮টা ৫১: ডায়মন্ড হারবারের রানিয়ার কাষ্ঠপাড়া স্কুলের ২০৭ নম্বর বুথে লাইনে দাঁড়িয়ে মৃত্যু ভোটারের৷ নিহতের নাম অধীর মন্ডল।

সকাল ৮টা ৫০: ঘোলা হাইস্কুলে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

সকাল ৮টা ৪৩: রায়দিঘির সাতপুকুর এলাকায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষ৷ দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি।

সকাল ৮টা ৩০: সাগর বিধানসভার নামখানায় ১৮৮ নম্বর বুথে ইভিএম খারাপ৷ যান্ত্রিক গোলযোগে কিছুক্ষণের জন্য ব্যাহত  ভোটগ্রহণ৷

সকাল ৮টা ২৮: সন্দেশখালির ২ নম্বর খুললার ১৬টি বুথে এজেন্ট বসাতে পারেননি বিরোধীরা৷ ঘটনার নেপথ্যে তৃণমূল বলেই দাবি তাঁদের৷ 

সকাল ৮টা ২০: ভাঙড়ের গাজিপুরের ৯২, ৯৩ নম্বর বুথে ভোটারদের ভোটদানের বাধা৷ আরাবুল ইসলামের নেতৃত্বে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ ভোট দেওয়ার পর জমি-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ইসলাম৷ শান্তিপূর্ণভাবে রাজ্য ভোট চলছে বলেই দাবি তাঁর৷ 

ARABUL ISLAM

সকাল ৮টা ১৫: (ভাটপাড়া উপনির্বাচন) সকাল থেকে অশান্তি কাঁকিনাড়া বাজারে৷ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকা খালি করছে কেন্দ্রীয় বাহিনী৷

সকাল ৮টা: সন্দেশখালি ২ নম্বর ব্লকের ধুসনিখালীর ২২৩, ২২৪ নম্বর বুথ থেকে সিপিএম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ৷ মণিপুরের ২৪৮ এবং ২৪৯ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ৷ 

সকাল ৭টা ৪০: (ভাটপাড়া উপনির্বাচন) ছেলে পবন সিংকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷

ARJUN-SING

সকাল ৭টা ৫৫: নরেন্দ্রপুরের ২৮৮ নম্বর বুথে ইভিএম খারাপ৷ ব্যাহত ভোটগ্রহণ৷

EVM

সকাল ৭টা ৩০: বেলগাছিয়ার বেশ কয়েকটি বুথে সিপিএম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ৷ এজেন্ট চন্দন বসুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ পুলিশের সঙ্গে বচসা কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী কণীনিকা ঘোষ৷ প্রতিবাদে বেলগাছিয়া মোড়ে অবস্থান বিক্ষোভ প্রার্থীর৷

রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফলের আভাস পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায়৷ চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, আজ সন্ধে ৭টায়৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement