Advertisement
Advertisement
লোকসভা ভোট

লোকসভা ভোট Live: জলপাইগুড়িতে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মিমি চক্রবর্তী

তিন কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল জলপাইগুড়িতে৷

Loksabha Election 2019 Second Phase: Live Updates
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 18, 2019 8:39 am
  • Updated:April 18, 2019 7:52 pm

রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা ভোট। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ মিটল দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে।

সন্ধে ৭ টা: বিকেল ৫টা পর্যন্ত দার্জিলিংয়ে ভোটদানের হার ৭২. ৩ শতাংশ, জলপাইগুড়িতে ৮২.৭৬ শতাংশ, রায়গঞ্জে ৭৩.৩১ শতাংশ৷ 

Advertisement

দুপুর ৩টা ৫৬:  জলপাইগুড়ির পাণ্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের বুথে ভোট দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী।

দুপুর ৩টা ৩৭:  জলপাইগুড়ির ঘুঘুডাঙায় গুলি চলল। গুলি চলল খারিজা বেরুবাড়ি পঞ্চায়েতের কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে। গুলি চালানোর অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কালিম্পংয়ে আক্রান্ত  বিজেপির  নির্বাচনী এজেন্ট, গাড়ি ভাঙচুর।

দুপুর ৩টে ৩৩: দুপুরে ৩টে পর্যন্ত দার্জিলিং লোকসভাকেন্দ্রে ভোট পড়েছে ৫৯ শতাংশ। একই সময়ে জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোটদানের হার যথাক্রমে ৭১ শতাংশ ও  ৬২.৩৬ শতাংশ।

দুপুর ১টা ৩০: জলপাইগুড়ির বেলাকোবায় কোমরে রিভলভার নিয়ে ভোট দিয়ে বুথে ঢুকলেন বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্ত। বিতর্ক তুঙ্গে, অভিযোগ জমা পড়ল কমিশনে।

দুপুর ১টা ১০:  দুপুর ১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্র ভোট পড়ল ৪৭.৫২ শতাংশ। একই সময়ে রায়গঞ্জে ভোট পড়েছে ৫২.৫৪ শতাংশ।  জলপাইগুড়িতে ভোটদানের হার ৫৪.৭৩ শতাংশ। 

সকাল ১১টা ৩২: সকাল ১১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩২ শতাংশ। একই সময়ে জলপাইগুড়িতে ভোটদানের হার ৩৬ শতাংশ। আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ৩৩. ৯৭ শতাংশ।

সকাল ১১টা ২৬:  জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর। আক্রান্তের নাক ফেটে গিয়েছে। মারধরের অভিযোগ তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। 

সকাল ১০টা ৫৫:  ইভিএমে বিজেপির প্রতীকের পাশে ব্ল্যাকটেপ। শিলিগুড়ি লাগোয়া আপার বাগডোগরার ২৫ ও ২৬ নম্বর বুথে সকালে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ভোটগ্রহণ।

সকাল ১০টা ৫৩: উত্তর দিনাজপুরের ইসলামপুরে আক্রান্ত রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। পাটাগড়ায় বুথ পরিদর্শনের সময়ে গাড়িতে হামলা, ভাঙচুর। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯টা ৫২: সকাল ১০টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ২২ শতাংশ।  সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার ১৭.২০ শতাংশ।

সকাল ৯টা:  ভোটগ্রহণ শুরু হতেই অশান্ত উত্তর দিনাজপুরের চোপড়া। গ্রামবাসীদের ভোট দিতে বাধা  ও মহিলাদের মারধরের অভিযোগ। প্রতিবাদে জাতীয় সড়কে অবরোধ। তৃণমূলের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ বিজেপির। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব কমিশনের। 

সকাল ৮টা ৪৩: বিতর্কে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। সকালে ভোট শুরু হতেই জলপাইগুড়ি শহরের বেসিক ট্রেনিং স্কুলের বুথে তিনি ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ।

সকাল ৮টা ৪৫: জলপাইগুড়ি মালবাজারের কুমলাই গ্রামে বিজেপি নির্বাচনী কার্যালয়ে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে।

সকাল ৮টা ৪০: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গ্রামবাসীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভ সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সকাল ৮টা ৩২: শিলিগুড়ির কলেজ পাড়ায় শিলিগুড়ি গার্লস হাই স্কুলের বুথে ভোট দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

সকাল ৮টা ১২: শিলিগুড়ি প্রধান নগর এ মার্গারেট সিস্টার নিবেদিতা হাইস্কুলে নিজের ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সমন পাঠক।

সকাল ৮টা: ইভিএম বিকল হওয়ায় কালিয়াগঞ্জে ভোট দিতে গিয়ে অপেক্ষা করতে হল কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকেও। প্রথম ভোটার হিসেবে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। মায়ের সঙ্গে প্রথমবার ভোট দিলেন প্রিয়-পুত্র মিছিলও।

সকাল ৭টা ৩৯: জলপাইগুড়ি শহরে ভোট দিলেন জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় বর্মন। জলপাইগুড়ি বেসিক ট্রেনিং স্কুলের বুথে ভোট দিলেন তিনি। 

সকাল ৭টা ৩০: ইভিএম খারাপ, দার্জিলিংয়ে ভোট দিতে গিয়ে বিপাকে মোর্চা নেতা বিনয় তামাং। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষপর্যন্ত ভোট দিলেন তিনি।

সকাল ৭টা: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ  শুরু। ভোটগ্রহণ শুরু হতেই বহু বুথে ইভিএম বিকল। অনেক জায়গায় ভোট শুরু হতে দেরি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement