সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের থাবায় বাতিল হয়েছে মেটিয়াবুরুজে রোড শো। তবে বৃষ্টি মাথায় নিয়ে বাদুড়িয়ায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভিড় জমান অগণিত মানুষ। ভিড় দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বসিরহাট লোকসভা আসনে এখনও পর্যন্ত ভোট না হলেও “আজ প্রায় বিজয়োৎসব হয়ে গেল” বলে উৎসাহী জনতাকে ধন্যবাদ জানান তিনি।
ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কমবেশি দুশ্চিন্তায় প্রায় সকলে। সভায় উপস্থিত সকলকে সাবধানে বাড়ি ফেরার পরামর্শ দেন অভিষেক (Abhishek Banerjee)। রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। বলেন, “এক একটা মানুষের জীবন, প্রাণ মণিমুক্তোর মতো। রাজনীতি অন্য সময় হবে। যদি কোথাও কোনও রাজনৈতিক কর্মসূচি থাকে, আগামী ২৪ ঘণ্টা দরকার নেই। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। একটা মানুষেরও যাতে অসুবিধা না হয়, কেউ অভুক্ত না থাকে, কোনও বাচ্চা, মহিলা, প্রবীণ যাতে সমস্যা না হয় সুনিশ্চিত করতে হবে। তৃণমূলের সব স্তরের কর্মীদের অনুরোধ করব।”
সকাল থেকেই বাদুড়িয়া আবহাওয়া বেশ খারাপ। ঘূর্ণিঝড় রেমাল যত এগোচ্ছে, ততই বাড়ছে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়াও। এই পরিস্থিতিতে বৃষ্টি ভিজেও অভিষেকের সময় অসংখ্য মানুষের ভিড়। তা দেখে আপ্লুত অভিষেক। ভোট না হলেও, যেন বিজয়োৎসব হয়ে গিয়েছে বলেই মনে করছেন তিনি। অভিষেকের কথায়, “আজ আমি যা স্বতঃস্ফূর্ততা রাস্তায়, সভায় লক্ষ্য করেছি। আজ প্রায় বিজয় উৎসব হয়ে গেল।” ৪ তারিখ ভোটের ফলপ্রকাশের পর ফের বাদুড়িয়ায় যাওয়ার প্রতিশ্রুতিও দেন অভিষেক। উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই এই কেন্দ্রের ভোট নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। কোন দলের প্রার্থী জয়ের হাসি হাসেন, সেদিকে নজর সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.