Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘হুঙ্কার দিলে জানবেন, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার’, মোদিকে চ্যালেঞ্জ মমতার

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মোদি-মমতা সংঘাত চরমে। আগামী ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি আরও বাড়বে বলেই হুঙ্কার দিয়েছিলেন মোদি। তার ২৪ ঘণ্টার মধ্যে বাঁকুড়ার জনসভা থেকে পালটা হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সদস্যদের 'রয়্যাল বেঙ্গল টাইগার' বলে উল্লেখ করলেন মমতা।

Lok Sabha Vote 2024: Mamata Banerjee challenges PM Modi

(বাঁদিকে) নরেন্দ্র মোদি এবং (ডানদিকে) মমতা বন্দ্যোপাধ্যায়

Published by: Sayani Sen
  • Posted:April 8, 2024 1:18 pm
  • Updated:April 8, 2024 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মোদি-মমতা সংঘাত চরমে। আগামী ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি আরও বাড়বে বলেই হুঙ্কার দিয়েছিলেন মোদি। তার ২৪ ঘণ্টার মধ্যে বাঁকুড়ার জনসভা থেকে পালটা হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সদস্যদের ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলে উল্লেখ করলেন মমতা।

প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরিপ্রেক্ষিতে মমতা (Mamata Banerjee) সোমবার বলেন, “৪ জুন নির্বাচন হলে সকলকে জেলে পাঠাবেন বলেছেন। প্রধানমন্ত্রীর মুখে এই ভাষা শোভা পায়? আপনি তো এখনই জেল বানিয়ে ফেলেছেন। আপনার এক পকেটে এনআইএ। আরেক পকেটে সিবিআই। আরেক পকেটে ইডি। ইনকাম ট্যাক্স ফান্ডিং বক্স। আপনি হুমকি দিচ্ছেন। কাকে ভয় দেখাচ্ছেন? আমাদের নেতারা গ্রেপ্তার হলে, তাঁদের স্ত্রীরা রাস্তায় বেরবে।” ভূপতিনগর কাণ্ডের প্রসঙ্গ তুলে এনআইএ-কে আরও একবার বিঁধে মমতার দাবি, “রাতে গিয়ে মহিলাদের বিরক্ত করেছেন। আবার বলছেন মহিলারা বিক্ষোভ করেছে? ৩টের সময় এনআইএ গেল। আর ৫টার সময় পুলিশকে জানিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: শাড়ি পরেই মারকাটারি অ্যাকশন, রোমহর্ষক ‘পুষ্পা দ্য রুল’-এর টিজারে দুরন্ত আল্লু অর্জুন]

মোদিকে বিঁধে মমতা আরও বলেন, “হুঙ্কার আপনি দলকে চাঙ্গা করার জন্য দিন। গণতন্ত্রের জন্য তা কার্বন ডাই অক্সাইড। ভোটের পর আমাদের সরকার থাকবে। আপনি কী করে জেলে পাঠাবেন? আমিও বলতে পারি আপনাদের সকলকে জেলে পাঠাব। কিন্তু একথা আমি বলব না। আমি এসবে ভয় পাই না। আমার মুখ বন্ধ করা সহজ নয়।” মোদির গ্যারান্টির প্রসঙ্গ তুলে মমতার কটাক্ষ, “আপনি বলেন মোদি কা গ্যারান্টি। মোদির গ্যারান্টি জুনের পর সকলকে জেলে পাঠানো। শুধু মোদিবাবু বাইরে থাকবেন। বাকিরা জেলে। নতুন সংসদ ভবনকে জেলে পরিবর্তিত করে দিন। হুঙ্কার দিলে জানবেন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের তুলনায় আহত বাঘ কিন্তু আরও সাংঘাতিক। আমরা লড়াই করলে, তা সামলানোর সাহস কারও নেই। গ্রেপ্তারি বন্ধ করুন। দুনম্বরি কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন।”

প্রসঙ্গত, রবিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে নির্বাচনী জনসভা করেন মোদি। তাঁর বক্তব্যে শিক্ষক নিয়োগ থেকে রেশন দুর্নীতি প্রসঙ্গ উঠে আসে। আবার সন্দেশখালি ইস্যুতে সরাসরি মুখ খোলেন। ভূপতিনগরের নাম নিয়ে কিছু বলেননি। তবে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর ‘হামলা’র ঘটনায় কড়া বার্তা দেন। আগামী ৪ জুন, ভোটের ফলপ্রকাশের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঙ্কারও দেন। সেই ইস্যুতেই পালটা সুর চড়ালেন মমতা।

[আরও পড়ুন: কেন্দ্রীয় তদন্তকারীদের জোড়া চাপ, এবার কাঁথির ৩০ তৃণমূল নেতাকে CBI তলব!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement