নিজস্ব চিত্র
সৌরভ মাজি, বর্ধমান: লোকসভা ভোটের(Lok Sabha Vote 2024) মুখে সৌজন্যের নজির। রাজনৈতিক হিংসায় জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান মেডিক্যাল হাসপাতালে গিয়ে জখম ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর পাশে থাকার আশ্বাসও দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
ওই তৃণমূল কর্মী স্বপন মল্লিক, গলসির মনোহর সুজাপুর গ্রামের বাসিন্দা। গত ১০ এপ্রিল বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে শিড়রাই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। ফেরার পথে পোতনা গ্রামের কাছে দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে। অভিযোগ, বেধড়ক মারধর করা হয়। সূত্রের খবর, কয়েকদিন আগে মনোহর সুজাপুর গ্রামে ইমদাদুল মল্লিক নামে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্বপন। তারই বদলা নিতে স্বপনের উপর হামলা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ওই তৃণমূল কর্মীকে দেখতেই শনিবার সকালে হাসপাতালে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যে যে রাজনৈতিক হিংসা হচ্ছে তার উদাহরণ স্বপন মল্লিক। ইদের ঠিক আগেরদিন তাঁকে কোপানো হয়। গোটা গায়ে ব্যান্ডেজ। সেলাই হয়েছে। নৃশংস রাজনীতির প্রতিবাদ আমরা বারবার করেছি। হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলাম। ভীষণ গরিব। তাঁর পাশে আছি। দ্রুত সেরে উঠুক, এটাই প্রার্থনা করব।” এদিকে, স্বপন মল্লিকের জখম হওয়ার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, এর আগে তৃণমূলের শিবিরে ঢুকে শবরতে চুমুক দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষ। তার পরই তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে বিজেপি প্রার্থী। রাজনীতিতে ভোটের মুখে এই সৌজন্যের ছবি বেশ খানিকটা ব্যতিক্রম, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.