Advertisement
Advertisement
Lok Sabha Polls 2024

‘নারী সুরক্ষা নিয়ে ভুল বোঝানো হচ্ছিল’, সন্দেশখালিতে প্রথম প্রচারেই বিরোধীদের তোপ TMC প্রার্থীর

জয় নিয়ে নিশ্চিত হাজি নুরুল ইসলাম।

Lok Sabha Polls 2024: TMC candidate Haji Nurul Islam slams BJP
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 31, 2024 8:02 pm
  • Updated:March 31, 2024 8:02 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: কয়েকমাস ধরে রীতিমতো জ্বলছিল সন্দেশখালি (Sandeshkhali)। বর্তমানে পরিস্থিতি অনেকটা আয়ত্তে এলেও এখনও সন্দেশখালির বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অশান্তির খবর আসছে। অভিযোগের তির সেই শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধেই। এই পরিস্থিতিতে রবিবার প্রথম ভোটপ্রচারে সন্দেশখালিতে পা রাখলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী। দ্বীপ এলাকায় গিয়েই বিরোধীদের একহাত নিলেন তিনি। দাবি করলেন, নারী সুরক্ষা নাটক করে মানুষক ভুল বোঝানো হচ্ছিল।

লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ঘোষণার পরে প্রথম সন্দেশখালিতে পা দিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলাম। সকাল ১১টা নাগাদ বসিরহাটের সন্দেশখালি বিধানসভার ধামাখালি ফেরিঘাটে পৌঁছন তিনি। সেখান থেকে ঘাট পেরিয়ে নদীপথে সন্দেশখালিতে যান। যোগ দেন দলের মিছিলে। ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো-সহ তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বরাও। কখনও শাহজাহান, কখনও শিবু, আবার কখনও মহিলাদের আন্দোলন। এসব নিয়ে গত কয়েকমাস ধরে খবরের শিরোনামে সন্দেশখালি। স্থানীয়দের ক্ষোভ মূলত যেহেতু তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাই ভোটের ফল কী হবে, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনেকেরই ধারণা, তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: চুরি-ডাকাতি থেকে খুন, ১৪টি মামলায় অভিযুক্ত ‘দাগী’ নিশীথ কোচবিহারে পদ্ম ফোটাতে পারবেন?]

যদিও জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত শাসকদলের প্রার্থী। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, “আমার চেনা ময়দান। সন্দেশখালিতে নারী সুরক্ষার কথা বলে, নাটক করে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। ওসব করে কোনও কাজ হবে না, নাটকের কোনও জায়গা নেই। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নিয়ে যে অভিযোগ, আইনে তার বিচার হবে।” বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর ফোন করার প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যার সঙ্গে খুশি কথা বলতে পারেন, আমার কোনও চিন্তা নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।”

অন্যদিকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও শাগরেদ মাহফুজার মোল্লাকে পেশ করে সিবিআই। সন্দেশখালি কাণ্ডে শেখ আলমগীর ও মাফুজার মোল্লাকে ন‍্যাজাট থানার ৮ নম্বর কেসে ১০ দিনের জন‍্য নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। যদিও সেই আর্জি খারিজ করে বসিরহাট মহকুমা আদালতের বিচারক তাদের পাঁচ দিনের সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেয়।

[আরও পড়ুন: CAA-তে আবেদন করলেই ৫ বছরের জন্য বিদেশি! মতুয়াদের সাবধান করলেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement