Advertisement
Advertisement
Lok Sabha Polls 2024

CAA ইস্যুতে মমতাকে ‘জান’ সম্বোধন করে গান কবিয়াল বিজেপি প্রার্থীর! খোঁচা দুর্নীতি ইস্যুতেও

বিজেপি প্রার্থীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দলেরই এক নেতার।

Lok Sabha Polls 2024: BJP candidate attacks Mamata Banerjee over CAA issue
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 1, 2024 3:50 pm
  • Updated:April 1, 2024 5:33 pm  

অভিষেক চৌধুরী, কালনা: ভোটের মুখে ফের সিএএ নিয়ে গান বাঁধলেন অসীম সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জান’ সম্বোধন করলেন তিনি। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। ঘটনাচক্রে বিজেপি প্রার্থীকে বিঁধেছেন বিজেপিরই এক নেতাও। তাঁকেও নিশানা করেছেন অসীম সরকার (Asim Sarkar)। 

বিজেপি প্রার্থী অসীম সরকার শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি কবিয়ালও। বিভিন্ন জায়গায় গিয়ে গান করেন তিনি। গান বাঁধেন বিভিন্ন ইস্যুতে। গানের মাধ্যমেই সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করতে দেখা যায় তাঁকে। আবারও সিএএ নিয়ে গান বাঁধলেন তিনি। এদিন কালনায় প্রচারে গিয়েছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। সেখানেই শোনান সেই গান। ‘শোনো মমতা জানটি/ সিএ লাগু করা আমার মোদিজির গ্যারান্টি/ যাতে ৫ কোটি উদ্বাস্তু পাবে নাগরিকত্বের শান্তি/ সিএ লাগু করা আমার মোদিজির গ্যারান্টি।’

Advertisement

[আরও পড়ুন: ‘জমিদার’ কংগ্রেসকে সমর্থন নয়, আসন পেতে অশোক ঘোষের আবেগ হাতিয়ার ফরওয়ার্ড ব্লকের!]

পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও সরব হন অসীম সরকার। বলেন, “দুর্নীতি করলে সিবিআই-ইডির কেউ ছাড়বে না, তারা কোর্টের নির্দেশেই কাজ করছে।” সিএএ নিয়ে গানে মমতাকে আক্রমণ ইস্যুতে অসীম সরকারকে আক্রমণ করেছেন অনেকেই। প্রসঙ্গত, সম্প্রতি দলেরই এক নেতা অসীমবাবুকে চতুর্থ শ্রেণি পাস বলে কটাক্ষ করেছিলেন। সেই ইস্যুতে এদিন অসীম সরকার বলেন, “বিহারে যদি রাবরি দেবী ফোর পাস করে মুখ্যমন্ত্রী হতে পারেন, তা নিয়ে তো গোবর্ধন বাবু প্রশ্ন তোলেন না। ভোটের টিকিট না পাওয়ায় ওনার ব্যথাটা বেরিয়ে পড়েছে। আর কিছুই না।”

[আরও পড়ুন: মাত্র ১০ লাখে দুই বেডরুমের ফ্ল্যাট গার্ডেনরিচে! তদন্তে নেমে চক্ষু চড়কগাছ আধিকারিকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement