Advertisement
Advertisement
চোপড়া, গুলি, বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষ

ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত চোপড়া, গুলিবিদ্ধ কিশোর

তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

Lok Sabha poll violence rocks Chopra, teenager shot

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 19, 2019 9:42 am
  • Updated:April 19, 2019 9:42 am  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ভোট পরবর্তী অশান্তিতে শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া৷ রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির এক ছাত্র৷ তার পায়ে গুলি লেগেছে৷ আশঙ্কাজনক অবস্থায় কিশোর আপাতত ভরতি রয়েছে হাসপাতালে৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়েই চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

[ আরও পড়ুন: ভোটের ১১ দিন আগে নিখোঁজ ইভিএমের দায়িত্বে থাকা অফিসার, থমথমে কৃষ্ণনগর]

দ্বিতীয় দফায় বৃহস্পতিবারই চোপড়ায় ছিল ভোটাভুটি৷ ওইদিন থেকেই রাজনৈতিক সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত গোটা এলাকা৷ কখনও বোমা তো কখনও গুলির শব্দে সন্ত্রস্ত স্থানীয় বাসিন্দারা৷ মোটের উপর অশান্তির আবহে ভোট মিটলেও, অশান্তি পিছু ছাড়ছে না চোপড়াবাসীর৷ বৃহস্পতিবার রাতেও ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা৷ চলে বোমাবাজি, গুলি৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে পরিস্থিতি সামাল দেয়৷ কিন্তু শুক্রবার সকালেও চোপড়ার পরিস্থিতির কোনও বদল নেই৷ এদিন মকদুনিতে বোমাবাজি হয়৷ চলে গুলিও৷ রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে যায় বছর চোদ্দর এক কিশোর৷ পায়ে গুলি লাগে তার৷ সপ্তম শ্রেণির ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অস্ত্রোপচার হলেও, তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷

Advertisement

[ আরও পড়ুন: রাতে রাজনৈতিক দলের প্রবেশ নিষেধ, অনুব্রতর নিদানের পরই পোস্টার পড়ল গ্রামে]

অশান্তির নেপথ্যে কে বা কারা জড়িত, তা নিয়ে তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ বিজেপির দাবি, বোমাবাজি এবং গোলাগুলির নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ পালটা স্থানীয় নেতৃত্বের দাবি, ওই এলাকায় এক তৃণমূল কর্মীর দোকান দখল করতে আসে গেরুয়া শিবিরের বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ দোকান দখলে বাধা দেওয়ায় গুলি-বোমা চালায় তারা৷

[ আরও পড়ুন: চোপড়ায় তুমুল গন্ডগোল, তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ]

এদিকে, দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ বুথ লাগোয়া এলাকাতেও বোমাবাজি করে দুষ্কৃতীরা৷ বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও দাবি স্থানীয়দের৷ লক্ষ্মীপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালায় বলেও অভিযোগ৷ এই ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের ইন্ধনই দেখছে তৃণমূল নেতৃত্ব৷ থমথমে চোপড়ায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয়েছে ব়্যাফও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement