পলাশ পাত্র, তেহট্ট: কৃষ্ণনগরে রহস্যজনকভাবে নিখোঁজ নোডাল অফিসার৷ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর দেখা পাওয়া যায়নি অর্ণব রায় নামে ওই আধিকারিকের৷ রাতেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অপহরণ নাকি নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
চতুর্থ দফায় ২৯ এপ্রিল কৃষ্ণনগরে ভোটগ্রহণ৷ তার আগে জোরকদমে লোকসভা কেন্দ্রজুড়ে চলছে ভোট প্রস্তুতি৷ এই পরিস্থিতিতে কৃষ্ণনগরের ইভিএম, ভিভিপ্যাট দেখভালের দায়িত্বে থাকা আধিকারিক উধাও৷ প্রশাসন সূত্রে খবর, অর্ণব রায় নামে ওই আধিকারিক বিপ্রদাস পাল পলিটেকনিক কলেজে পোস্টিং ছিল তাঁর৷ বৃহস্পতিবার দুপুর দু’টো পর্যন্ত অন্যান্য আধিকারিকদের সঙ্গে কাজও করেছেন অর্ণব৷ কিন্তু তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি৷ বিকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি৷ অর্ণবের দু’টি মোবাইল নম্বরে ফোন করা হয়৷ তবে মোবাইল সুইচড অফ থাকায় ওই আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷
রাতে বাধ্য হয়েই কৃষ্ণনগরের কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷ জেলাশাসক বলেন, ‘‘অর্ণবের খোঁজে তদন্ত চলছে৷ আধিকারিকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি জানানো হয়েছে নির্বাচন কমিশনেও৷’’ রাতে থানায় যান আধিকারিকের স্ত্রী-ও৷ জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি৷ দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর বহুক্ষণ কেটে গেলেও, নোডাল অফিসারের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ তবে ওই আধিকারিকের গাড়িটির খোঁজ পাওয়া গিয়েছে৷ তাঁর গাড়িচালকের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা৷ যদিও গাড়িচালকের দাবি তিনি অর্ণবের কোনও খোঁজ জানেন না৷ বাড়ি থেকে বিপ্রদাস পাল পলিটেকনিক কলেজ পর্যন্ত ওই আধিকারিককে পৌঁছে দিয়েছিলেন তিনি৷ তবে তারপর থেকে আর অর্ণবের সঙ্গে কথা হয়নি গাড়িচালকের৷ ভোটের ঠিক এগারোদিন আগে নোডাল অফিসার নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য৷ রাজনৈতিক চক্রান্তে তাঁকে অপহরণ করা হয়েছে নাকি আধিকারিকের নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.