Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha poll 2024

প্রচারের ফাঁকে জমিয়ে ক্রিকেট খেললেন দেব, ফুটবলে চ্যালেঞ্জ হিরণের! ‘খেলা হবে’ ঘাটালে

ঘাটালের পিচে 'ব্লকবাস্টার' ব্যাটন টলিউড সুপারস্টারের।

Lok Sabha poll 2024: Dev plays cricket, Hiran enjoying football during campaign
Published by: Sandipta Bhanja
  • Posted:March 23, 2024 3:44 pm
  • Updated:March 23, 2024 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে খোশমেজাজে দাপিয়ে ব্যাটন চালাচ্ছেন দেব।

শনিবার ঘাটালে প্রচারের ফাঁকে জমিয়ে ক্রিকেট খেলতে দেখা গেল বিদায়ী সাংসদ তথা অভিনেতাকে। কোনওরকম তারকাসুলভ আচরণের লেশমাত্র নেই! সাদামাটা পোশাকেই ক্রিকেট পিচে অবতরণ তৃণমূলের তারকা প্রার্থীর। ব্যাট-বল হাতে দলীয় কর্মীদের সঙ্গে বাইশ গজের মজা উপভোগ করতে দেখা গেল দেবকে। টলিউড সুপারস্টারকে এমন খোলামেলা মেজাজে দেখে ততোধিক আপ্লুত ঘাটালবাসী।
নিত্যদিন তাঁর প্রচারে জনঅরণ্য। ভোট প্রচারের ময়দানে তিনি তারকা দেব নন, আরও বেশি করে ঘাটালের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। দেবকে ঘিরে স্থানীয়দের বাঁধভাঙা উচ্ছ্বাসই সেকথা বলে দেয়।

Advertisement

[আরও পড়ুন: যিশুকে চায়ের আমন্ত্রণ মমতার, টলিউডের ভারতজয়ের উদযাপন]

পর্দার মতো প্রচারের মাঠেও আট থেকে আশির মন জয় করে চলছেন অভিনেতা। তৃণমূলের তারকা প্রার্থীর সেই ব্লকবাস্টার প্রচারের ঝলকের পাশাপাশি বিজেপির প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়ও কম যান না। দলীয় কর্মী তো বটেই এমনকী স্থানীয় এক শিশুর সঙ্গেও ফুটবল খেলতে দেখা গেল হিরণকে। সিনেপর্দা থেকে বহুদিনই বিরতিতে তিনি। বর্তমানে রাজনীতিই তাঁর পুরো ধ্যান-জ্ঞান। ঘাটালে দু’ বারের সাংসদ দেবের সামনে যে কড়া টক্করের মুখে পড়তে চলেছেন বিজেপির তারকা বিধায়ক, তা বলাই বাহুল্য। প্রচারের ময়দানে কেউ কাউকে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়তে নারাজ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiranmoy Chattopadhyaya (@hiraanchatterjee)

[আরও পড়ুন: ‘সিরিয়াল ছেড়েছি তৃণমূলের জন্য’, ভোটের মুখে বড় কথা লাভলির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement