নিজস্ব চিত্র
নন্দন দত্ত, সিউড়ি: ভোটপ্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তিলডাঙা গ্রামে সেতুর দাবিতে তারকা প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি মন দিয়ে শোনেন শতাব্দী। তৃণমূল প্রার্থীর ‘গান্ধীগিরি’র পর ক্ষুব্ধ গ্রামবাসীরা শান্ত হন। শতাব্দীর নামে জয়ধ্বনিও দেন তাঁরা।
প্রায় প্রতিদিনই ভোটপ্রচারে বেরচ্ছেন শতাব্দী রায় (Satabdi Roy)। গ্রামবাসীদের দাবি, রাস্তার দশা বেহাল। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই কঠিন। যানবাহন নিয়ে যাতায়াত আরও ভয়ংকর। তাই বার বার রাস্তা সারাইয়ের দাবি জানানো হয়েছে। এছাড়া একটি সেতুর আর্জি জানান গ্রামবাসীরা। তবে সে দাবিপূরণ হয়নি। বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কোনও লাভ হয়নি বলেই দাবি গ্রামবাসীদের। সে কারণে শতাব্দীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। যদিও সমস্যার কথা মন দিয়ে শোনেন বিদায়ী সাংসদ তথা প্রার্থী। সমস্যা সমাধানের আশ্বাসও দেন। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে শতাব্দীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।
বীরভূমের বিদায়ী সাংসদ শতাব্দী রায়। এবারও তাঁর উপরেই আস্থা রেখেছে তৃণমূল। শাসক শিবিরের তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির দেবাশিস ধর। তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্তা। শনিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থীকে নিয়ে ভাবতে নারাজ শতাব্দী। এবারও জয়ের বিষয়ে আশাবাদী তারকা প্রার্থী। বলেন, “আমি এবারও ২০০ শতাংশ আশাবাদী।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.