Advertisement
Advertisement
Rekha Patra

বিক্ষোভ অতীত! সন্দেশখালিতে রেখাকে স্বাগত জানালেন মহিলারা, উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রার্থী

ঘরের মেয়ে রেখাকে ফুল দিয়ে বরণ করে নিলেন এলাকার বাসিন্দারা।

Lok Sabha Elections 2024: Local people of sandeshkhali welcomes Rekha Patra
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 27, 2024 2:00 pm
  • Updated:March 27, 2024 2:08 pm

গোবিন্দ রায়, বসিরহাট: প্রার্থী হিসেবে রেখা পাত্রর নাম ঘোষণা হতেই দফায় দফায় ‘নাটক’ দেখা গিয়েছে সন্দেশখালিতে (Sandeshkhali)। এসবের মাঝে বুধবার সকালে এলাকায় ঢুকলেন রেখা। তাঁকে স্বাগত জানাতে ধামাখালি ও সন্দেশখালি ফেরিঘাটে কার্যত জনতার ঢল দেখা গেল। ঘরের মেয়ে রেখাকে ফুল দিয়ে বরণ করে নিলেন তাঁরা।

বছরের শুরু থেকেই সন্দেশখালি জ্বলছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পালটা আক্রমণের পথে হেঁটেছেন এলাকার মহিলারা। সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তাঁরা। পরবর্তীতে সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করেন খোদ প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। সন্দেশখালিকেই রীতিমতো ভোটের হাতিয়ার করে বিজেপি। মাস্ট্রারস্ট্রোক দিয়েছেন মোদি। বসিরহাট থেকে প্রার্থী করেছেন সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে। বিজেপির (BJP) প্রার্থী হিসেবে রেখাদেবীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীর একাংশ। যদি কয়েকঘণ্টার মধ্যে ভোলবদল হয় তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: দিলীপের বিরুদ্ধে কমিশনে গিয়ে বেলাগাম কুণাল, ফের শুভেন্দুকে ‘বাবা’ তুলে আক্রমণ]

এসবের মাঝেই বুধবার (নাম ঘোষণার পর প্রথম) সন্দেশখালিতে গেলেন রেখা পাত্র। তাঁর যাওয়ার খবর থাকায় এদিন সকালে ধামাখালি ও সন্দেশখালি ফেরিঘাটে ভিড় জমান প্রচুর মহিলা-পুরুষ। সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখনও। মানুষকে পাশে পেয়ে আপ্লুত রেখা। রীতিমতো কেঁদে ফেলেন তিনি। বলেন, “পুলিশ দরকার নেই আমারা। এলাকার মানুষ আমার সঙ্গে রয়েছে। ওরা আমার পাশে আছে। তাহলেই হবে সন্দেশখালি ফিরেই ভালো লাগছে।” প্রসঙ্গত, প্রবল বিক্ষোভের মাঝে মঙ্গলবার নরেন্দ্র মোদি ফোন করেন রেখাকে। তাঁর কাছ থেকে সন্দেশখালি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাকে শক্তি স্বরূপা বলে সম্মোধনও করেন।

[আরও পড়ুন: ‘তাঁর প্রজ্ঞা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে’, বেলুড় মঠের অধ্যক্ষের প্রয়াণে শোকস্তব্ধ মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement