রঞ্জন মহাপাত্র, কাঁথি: আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election) হওয়ার কথা। ভোট এগিয়ে আনা হতে পারে বলে জল্পনা। তারই মাঝে লোকসভা ভোট কবে হবে, সেই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
তৃণমূলের দিল্লি যাত্রার দিনেই “লোকসভা ভোট ফেব্রুয়ারির শেষে হয়ে যাবে” বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, “ওঁর বাবার কি ক্যালেন্ডারের ব্যবসা ছিল। অধিকারীর প্রাইভেট লিমিটেডের পারিবারিক ব্যবসা ছিল। ভোট হবে। ও ডেট দিচ্ছে। ফেব্রুয়ারি আমরা বলে দিলাম বিজেপি হারছে।”
শনিবার কাঁথি টাউন হলে বিজেপির (BJP) কাঁথি সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এ রাজ্যে চাকরি হবে না, লুট হবে। আপার প্রাইমারিতে ২৭ কোটি টাকা তুলেছে। ৫০০ টাকা করে পরীক্ষার ফি নিয়ে ২৭ কোটি তুলছে, ২ কোটি পরীক্ষায় খরচ হবে। পরীক্ষা কবে? ৮ ডিসেম্বর। রেজাল্ট লোকসভার আগে আর বেরবে না। ফেব্রুয়ারির শেষে লোকসভার ভোট হয়ে যাবে। রেজাল্ট আর বেরবে না।” শুভেন্দুর এই মন্তব্যেই জল্পনা তুঙ্গে। তবে কি এগিয়ে আসতে পারে লোকসভা ভোট? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.