মণিরুল ইসলাম ও রঞ্জন মহাপাত্র: পঞ্চম দফা লোকসভা নির্বাচনের পরই ভোট পরবর্তী হিংসায় উত্তাল হাওড়ার উলুবেড়িয়া। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নির্বাচনের আগেই বিজেপির কর্মীর উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার রাত ৩ টে নাগাদ উলুবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়ায় তৃণমূল (TMC) কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতের অভিযোগ গতকাল রাত তিনটে নাগদ তার বাড়ির দরজাতে ১ টি বোমা মারা হয়। সেই সময় তিনি সপরিবারে ঘরের ভেতর ঘুমোচ্ছিলেন। এই ঘটনায় সরাসরি বিজেপি কর্মী প্রণব সামুইয়ের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যিনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে পালটা বলা হয়েছে, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। লোকসভা ভোটে (Lok Sabha Election) ওরা হারতে চলেছে বুঝতে পেরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
পূর্ব মেদিনীপুরেও হিংসার খবর পাওয়া গিয়েছে। এই জেলার ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রামে বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত ২ টো নাগাদ বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূলের ৮০ থেকে ৯০ জনের একটি দুষ্কৃতী দল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মারধর করে। ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় মুগবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজককে তমলুক ও আরেক জনকে কলকাতার মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সোমবার বিজেপির তরফে থেকে অর্জুননগর ২০৫ নং বুথে দলীয় পতাকা টাঙানোর কাজ চলছিল। যদিও তখন কোনও অশান্তির ঘটনা ঘটেনি। এর পর রাতে বিজেপি কর্মীদের টার্গেট করে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও গেরুয়া শিবিরের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। লোকসভার পঞ্চম দফা ভোটের ঠিক পর এহেন হামলায় রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যের নানা প্রান্তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.