রমেন দাস এবং গোবিন্দ রায়: রেট কত! ভোটপ্রচারের ( Lok Sabha Election 2024) ভাষণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এই মন্তব্যেই সমালোচনার ঝড় ওঠে। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে ‘কুকথা’র অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। নির্বাচন কমিশনেও তমলুকের (Tamluk) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নালিশ জানায় রাজ্যের শাসকদল। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমানের অভিযোগ তুলে অভিজিৎকে ‘দেশদ্রোহী’ তকমাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এবার সেই মন্তব্যের ‘ব্যাখ্যা’ দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”আমি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু বলিনি। বলেছি, চাকরি বিক্রির রেট কত।” প্রাক্তন বিচারপতির ব্যাখ্যা, ”আমি বলতে চেয়েছি, দুর্নীতি করে চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি কত টাকায় বিক্রি করেছেন! কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কাছে কমিশন জানতে চেয়েছে, লিখে জানিয়ে দেব।” এর সঙ্গেই ফের তৃণমূলকে তোপ দেগেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, ”চোরেদের দল বড় বড় কথা বলে। কিন্তু এঁরাই বলেছেন, রেখা পাত্রদের (Rekha Patra) কথা। সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের নিয়ে টাকার কথা বলেছেন।”
মমতাকে নিয়ে মন্তব্য ইস্যুতে ভোটআবহে প্রতিপক্ষ দেবাংশু ভট্টাচার্য অভিজিৎকে আক্রমণ শানিয়েছেন। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ তমলুকের তৃণমূল প্রার্থী বলেন, ”আমি বলছি সমস্ত মহিলার উচিত ওঁকে (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) ঝাঁটা দিয়ে পেটানো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওই মন্তব্য করার সাহস হয় কীভাবে?”
যদিও এই আক্রমণ পালটা আক্রমণের রাজনীতিতে সৌজন্য হারাল না থাকল, এ বিষয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সৌজন্য হারায়নি, একবাক্যে দুই প্রার্থী দাবি করলেও তমলুকের আকাশে-বাতাসে বঙ্গের উত্তপ্ত রাজনীতিতে সেই ব্যক্তি আক্রমণের কথায় দানা বাঁধছে ফের, বলছেন কেউ কেউ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.