Advertisement
Advertisement

Breaking News

Rekha Patra

‘আপনি শক্তিস্বরূপা’, লাগাতার বিক্ষোভের মাঝেই সন্দেশখালির রেখাকে ফোন খোদ মোদির

রেখাদেবীর সঙ্গে বাংলায় কথা বললেন প্রধানমন্ত্রী।

Lok Sabha Election: PM Modi calls Basirhat BJP candidate Rekha Patra
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 26, 2024 5:06 pm
  • Updated:March 26, 2024 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা রীতিমতো নাড়া দিয়েছিল প্রধানমন্ত্রীকে। বারাসতে সভায় এসে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথা বলেছিলেন তিনি। পরবর্তীতে বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রের নামে নিজেই সিলমোহর দিয়েছিলেন মোদি, এমনটাই শোনা যায়। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করলেন খোদ নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা বললেন বাংলায়। সন্দেশখালির এই প্রতিবাদী মহিলাকে শক্তিস্বরূপা বলে সম্বোধন করলেন তিনি। কীভাবে প্রচার করবেন রেখা তা নিয়েও মোদি কথা বলেন খবর। 

সন্দেশখালি থেকে রেখা পাত্র প্রার্থী হতেই দুইভাগে আড়াআড়ি ভাগ গিয়েছিলেন সন্দেশখালির মানুষ। রেখার বিরুদ্ধে পোস্টার পড়ে এলাকায়। ক্ষোভ প্রকাশ করেন একদল। যদিও রাত পেরতেই ছবিটা বদলায়। বিক্ষুব্ধরা দাবি করেন, তাঁদের গোটা বিষয়টা নিয়ে ভুল বোঝানো হয়েছিল। যার জেরেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এসবের মাঝেই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে প্রায় ১৫ মিনিট কথা হল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার। বাংলায় সন্দেশখালির প্রতিবাদী এই মহিলার সঙ্গে কথা বলেন মোদি। শুভেচ্ছা জানানোর পরই সন্দেশখালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দিলীপের ‘কুমন্তব্য’ নিয়ে জেলাশাসকের রিপোর্ট চাইল কমিশন, তৃণমূলের অভিযোগেই ব্যবস্থা]

এদিনের কথোপকথনে ওঠে সন্দেশখালির বিক্ষোভ প্রসঙ্গ। সেখানেই রেখা জানান, প্রথম দিকে বিক্ষোভ হয়েছে। তবে এখন সবাই তাঁকে চাইছেন। এদিন মোদিকে রেখা জানান, গত ২০১১ সালের পর তাঁরা আর ভোট দিতে পারেননি। সেই সঙ্গে ওঠে নারী নির্যাতনের কথাও। এদিন প্রচার নিয়েও কথা হয় দুজনের। সমস্ত বিষয় জানার পর মোদি রেখাকে পরামর্শ দেন সকলের পাশে থাকার। 

[আরও পড়ুন: বরানগরে সজল, ভগবানগোলায় ভাস্কর, রাজ্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement