নিজস্ব চিত্র।
দেবব্রত মণ্ডল,বাসন্তি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে লড়াই করতে মানসিক ভাবে প্রস্তুত নওশাদ সিদ্দিকি (Noushad Siddiqui)। কুলপিতে (kulpi) দলীয় কার্যালয়ে এক কর্মী বৈঠকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দাঁড়ানোর বিষয়ে ফের জল্পনা উসকে দিলেন ভাঙড়ের বিধায়ক। আগেও অভিষেকের বিরুদ্ধে লড়ার বার্তা দিয়ে এসেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। প্রথম বার তাঁর মন্তব্যে সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি।
কিছুদিন আগে প্রথম পর্যায়ের আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়নি আইএসএফ। এই প্রার্থী তালিকা প্রকাশের পর জল্পনা ছড়ায় তাহলে কি এই আসনে লড়বে না নওশাদ সিদ্দিকির দল। বিভ্রান্তি ছড়ায় কর্মী-সমর্থকদের মধ্যেও। এই আবহে আইএসএফ নেতার এহেন মন্তব্যে জল্পনা আরও বাড়ল।
বৃহস্পতিবার দুপুরে মথুরাপুর লোকসভা (Mathurapur lok Sabha) কেন্দ্রের আইএসএফের (ISF) প্রার্থী অধ্যাপক অজয়কুমার দাসের সমর্থনে কর্মী বৈঠক করেন নওশাদ। সেখানে তিনি বলেন, “ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই। প্রথম দিন থেকেই আমি একথা বলে আসছি। এখনও এটাই বলব। জায়গা ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে অনুমতি পেলেই অভিষেকের বিরুদ্ধে লড়াই করব।” তিনি আরও বলেন, “আমি ভীতু নই। আমি মরারও ভয় পাই না। দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হবে সেই তালিকায় চোখ রাখুন। ডায়মন্ড হারবার নিয়ে আমাদের দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একাধিক মত উঠে এসেছে। আমি লড়াইয়ের জন্য ১০০ শতাংশ প্রস্তুত। আইএসএফের জন্যই নওশাদ সিদ্দিকি। নওশাদ সিদ্দিকির জন্য আইএসএফ নয়। রাজ্য কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।”
এদিকে অভিষেকের বিরুদ্ধে নওশাদ দাঁড়ালে গোহারান হারবে বলে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। তাঁকে সবথেকে বেশি আক্রমণ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। শওকাত লোকসভা ভোটের আগে তৃণমূলের ভোট বৈতরণী পার করার জন্য একের পর এক দায়িত্ব পাচ্ছেন।
এ বিষয়ে নওশাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “যাঁকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে সেই ব্যক্তি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত হয়ে ওঠেন তাহলে আর কী বলা যাবে। শওকত মোল্লার ওপর যদি দায়িত্ব থাকে তাহলে তিনি গণতন্ত্র রক্ষা করবেন নাকি গণতন্ত্রকে বিপন্ন করবেন বোঝা মুশকিল। তবে আইএসএফ লড়াইয়ের ময়দান থেকে পালাবে না। চোখে চোখ রেখে লড়াই করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.