সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তিনি। তৃণমূলের হাত ধরে রাজনীতির আঙিনায় পা রাখলেও দাদার পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে বিজেপির টিকিটে কাঁথি লোকসভা(Lok Sabha Election) কেন্দ্রের প্রার্থী তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এহেন সৌমেন্দু অধিকারীর সম্পত্তির খতিয়ান। যেখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার মালিক তিনি।
সৌমেন্দুর দেওয়া হলফনামা অনুযায়ী, অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা। এর মধ্যে তাঁর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। তবে ১৬ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটি মিউচুয়াল ফান্ড মিলিয়ে রয়েছে প্রায় ৩৯ লক্ষ টাকা। এছাড়া ২টি জীবন বিমা রয়েছে সৌমেন্দুর যার মূল্য ৪৫.৩৫ লক্ষ টাকা। এর পাশাপাশি অস্থাবর সম্পত্তির তালিকায় ৩টি গাড়ি রয়েছে বিজেপি প্রার্থীর। যার একটি মহিন্দ্রা থর ও দুটি হুন্ডাই, যার বাজার মূল্য ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া ১ লক্ষ টাকার সোনা রয়েছে শুভেন্দু অধিকারীর।
এর পাশাপাশি সৌমেন্দু অধিকারীর(Soumendu Adhikari) জমিজমাও নেহাত কম নয়। ১১ লক্ষ টাকার চাষযোগ্য জমি রয়েছে তাঁর। প্রায় ৯০ লক্ষ টাকার অচাষযোগ্য জমি রয়েছে তাঁর। ব্যবসায়িক জমি ও বসতবাড়ির বর্তমান বাজার মূল্য ৫২ লক্ষ। সব মিলিয়ে তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৩ লক্ষ টাকা। সৌমেন্দুর হলফনামা অনুযায়ী, তাঁর মোট জমির বেশিরভাগটাই উপহারস্বরূপ পেয়েছেন তিনি। এসব কিছুর পাশাপাশি ২ লক্ষ ৮৭ হাজার ৯৭০ টাকার ঋণ রয়েছে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। নিজের হলফনামায় সৌমেন্দু আরও জানিয়েছেন কাঁথি থানায় তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.