বিক্রম রায়, কোচবিহার: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে ফের উত্তপ্ত কোচবিহার। রবিবার সন্ধেবেলা দিনহাটা থেকে কোচবিহার (Cooch Behar) ফেরার পথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ। তাতে উদয়ন গুহ (Udyan Guha) নিজেও অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। তাঁর আপ্ত সহায়কও জখম হয়েছেন। এনিয়ে ঘুঘুমারি এলাকায় তীব্র উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মিছিল থেকে এই হামলা ঘটেছে। প্রতিবাদে পথে বসে অবরোধে শামিল হলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিন সন্ধেবেলা ঘুঘুমারি এলাকায় বিজেপির প্রচার চলছিল। হুডখোলা গাড়িতে বিজেপি প্রার্থী নিশীথ (Nisith Pramanik) প্রামাণিক প্রচার করছিলেন। সেখান দিয়ে কোচবিহার যাচ্ছিলেন উদয়ন গুহ। আগামী সপ্তাহে জেলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সেসবের প্রস্তুতি খতিয়ে দেখতে উদয়নবাবু কোচবিহারে যাচ্ছিলেন। অভিযোগ, ঘুঘুমারি এলাকা দিয়ে তাঁর কনভয়ে যাওয়ার সময়ে মুখোমুখি হয়ে যায় দুজনের কনভয়। অভিযোগ, তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। হামলা চলে। পুলিশ ঘটনাস্থলে থাকায় কোনওক্রমে উদয়ন গুহর গাড়িটিকে অশান্তি থেকে বাঁচিয়ে বের করে নিয়ে যায়। কিন্তু তার পরের গাড়ির কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। উদয়নবাবু গাড়ি থেকে নেমে পড়েন। তাঁর আপ্ত সহায়ক আহত হন। এই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় তৃণমূলের কর্মী, সমর্থকরা। ঘুঘুমারির রাস্তায় বসে অবরোধ করতে শুরু করেন। যোগ দিয়েছেন মন্ত্রীও।
এনিয়ে উদয়ন গুহর অভিযোগ, তিনি যেখানেই যাচ্ছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সর্বক্ষণ তাঁর ক্ষতি করার চেষ্টা করছে। তিনি এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কোচবিহারে বরাবর যুযুধান নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ। নির্বাচনী আবহে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালেও সেই পরিস্থিতি বিরাজমান।
দেখুন ভিডিও:
অশান্তির ঘটনা নিয়ে X হ্যান্ডলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, কোচবিহার, জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ের পর প্রশাসন উদ্ধারকাজে রাতারাতিই নেমেছে। কিন্তু অন্য়দিকে, নিশীথ প্রামাণিকের লোকজন উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডামি করছে।
জলপাইগুড়ি এবং চারপাশের অঞ্চল যখন ঝড়ে বিপন্ন, @MamataOfficial যখন রাতেই ছুটে যাচ্ছেন, @abhishekaitc যখন টিমকে কাজে নামাচ্ছেন; তখন বিজেপির নিশীথ প্রামাণিকের লোকেরা উদ্যান গুহর গাড়িতে গুন্ডামি করছে, অমিত মালব্য সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানি দিচ্ছে। @AITCofficial যখন মানুষের…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 31, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.