Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

‘ভালো মানুষ দেব’, রচনাকে রাজনীতি নিয়ে কী কী টিপস দিলেন?

এবারের ভোটে হুগলির রায় কোন দিকে? রচনার হয়ে প্রচার করতে গিয়ে বলে দিলেন দেব।

Lok Sabha Election 2024: TMC candidate Rachna Banerjee got these tips from Dev
Published by: Suparna Majumder
  • Posted:April 27, 2024 7:16 pm
  • Updated:April 27, 2024 9:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের পড়ন্ত বেলায় ‘ব্লকবাস্টার’ ভোট প্রচারের সাক্ষী থাকল হুগলির পাণ্ডুয়া। ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করলেন টলিউড সুপারস্টার দেব (Dev)। রাজনীতিবিদ হিসেবে অভিজ্ঞ দেব। দুবারের সাংসদ তিনি। এদিকে রচনা এই ময়দানে একেবারে নতুন। নায়িকাকে রাজনীতি নিয়ে কী কী টিপস দিয়েছেন নায়ক?

রচনা (Rachna Banerjee) নিজেই দিয়েছেন প্রশ্নের উত্তর। প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘাসফুল শিবিরের প্রার্থী বলেন, “অনেক সময়ই টিপস দেয়। বলে, মন থেকে কথা বলবে। সব ভালো করে কথা বলবে এরকমও বলে। ও নিজে ভালো মানুষ বলে ভালো ভালো টিপস দেয়। ও সবসময় পজিটিভ। ওর এই গুণই আমার সবচেয়ে পছন্দের। অত্যন্ত পজিটিভ একটা মানুষ, ওর চিন্তাধারাও পজিটিভ। তাই জন্য ও সব পজিটিভ কথা বলে আমাকে।”

Advertisement

[আরও পড়ুন: বৈশাখের দহনজ্বালায় মিষ্টি প্রেমের সুবাস আনল মিমি-আবিরের ‘আলাপ’, পড়ুন রিভিউ]

অভিজ্ঞ দেব হুগলির রায় আন্দাজ করতে পারছেন? এবারের লোকসভায় এই কেন্দ্রের রায় কোনদিকে? প্রশ্নের উত্তরে ঘাটালের তৃণমূল প্রার্থী জানান, রচনার প্রচারের উল্লাস দেখেই তা আন্দাজ করা যায়। দেবের কথায়, “এই উল্লাস, এই ভালোবাসা, এখানকার সংগঠনের প্রতি, এখানকার নেতা-কর্মীদের প্রতি, আমাদের যিনি প্রার্থী আছেন তাঁর প্রতি এবং আমাদের দলের প্রতি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষের ঢল। মানুষ হইহই করে দলের প্রতি, রচনাদির প্রতি তাঁদের উচ্ছ্বাস জানাচ্ছে এবং ভালোবাসা জানাচ্ছে। এটা দেখে রায়টা বোঝাই যাচ্ছে।”

ঘাটালের প্রার্থী দেব নিজের কেন্দ্র নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে নিজের কেন্দ্রের থেকে অন্য কেন্দ্রে বেশি সময় দিচ্ছেন। এমনটাই নাকি বলছেন অনেকে। সেই প্রসঙ্গ উঠতেই তারকা প্রার্থী জানান, যে বা যাঁরা কাজ করেন তাঁদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ হিসেবে তিনি বলেন, “মানুষ জানে যে কাজ করে আর কে বাতেলা করে।”

[আরও পড়ুন: শুধু ডিগ্রি পেলেই হবে না, কেন পড়ুয়াদের দেশ-দশের খবর রাখাও প্রয়োজন? জানালেন বিশেষজ্ঞ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement