সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের পড়ন্ত বেলায় ‘ব্লকবাস্টার’ ভোট প্রচারের সাক্ষী থাকল হুগলির পাণ্ডুয়া। ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করলেন টলিউড সুপারস্টার দেব (Dev)। রাজনীতিবিদ হিসেবে অভিজ্ঞ দেব। দুবারের সাংসদ তিনি। এদিকে রচনা এই ময়দানে একেবারে নতুন। নায়িকাকে রাজনীতি নিয়ে কী কী টিপস দিয়েছেন নায়ক?
রচনা (Rachna Banerjee) নিজেই দিয়েছেন প্রশ্নের উত্তর। প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘাসফুল শিবিরের প্রার্থী বলেন, “অনেক সময়ই টিপস দেয়। বলে, মন থেকে কথা বলবে। সব ভালো করে কথা বলবে এরকমও বলে। ও নিজে ভালো মানুষ বলে ভালো ভালো টিপস দেয়। ও সবসময় পজিটিভ। ওর এই গুণই আমার সবচেয়ে পছন্দের। অত্যন্ত পজিটিভ একটা মানুষ, ওর চিন্তাধারাও পজিটিভ। তাই জন্য ও সব পজিটিভ কথা বলে আমাকে।”
অভিজ্ঞ দেব হুগলির রায় আন্দাজ করতে পারছেন? এবারের লোকসভায় এই কেন্দ্রের রায় কোনদিকে? প্রশ্নের উত্তরে ঘাটালের তৃণমূল প্রার্থী জানান, রচনার প্রচারের উল্লাস দেখেই তা আন্দাজ করা যায়। দেবের কথায়, “এই উল্লাস, এই ভালোবাসা, এখানকার সংগঠনের প্রতি, এখানকার নেতা-কর্মীদের প্রতি, আমাদের যিনি প্রার্থী আছেন তাঁর প্রতি এবং আমাদের দলের প্রতি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষের ঢল। মানুষ হইহই করে দলের প্রতি, রচনাদির প্রতি তাঁদের উচ্ছ্বাস জানাচ্ছে এবং ভালোবাসা জানাচ্ছে। এটা দেখে রায়টা বোঝাই যাচ্ছে।”
ঘাটালের প্রার্থী দেব নিজের কেন্দ্র নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে নিজের কেন্দ্রের থেকে অন্য কেন্দ্রে বেশি সময় দিচ্ছেন। এমনটাই নাকি বলছেন অনেকে। সেই প্রসঙ্গ উঠতেই তারকা প্রার্থী জানান, যে বা যাঁরা কাজ করেন তাঁদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ হিসেবে তিনি বলেন, “মানুষ জানে যে কাজ করে আর কে বাতেলা করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.