Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

ভোট প্রচারে পুজো দিলীপের, চলে যেতেই জল ঢেলে মন্দির ‘শুদ্ধিকরণ’ খোদ কর্তৃপক্ষের

বর্ধমানের কুরমুন গ্রামে শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ।

Lok Sabha Election 2024: Temple purified after Dilip Ghosh visit

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 4, 2024 3:43 pm
  • Updated:April 4, 2024 4:40 pm  

অর্ক দে, বর্ধমান: রাজ্য রাজনীতিতে কিছুদিন ধরেই ট্রেন্ড ‘শুদ্ধিকরণ’। গত বছর ভরা ডিসেম্বরে (December) গলায় গামছা, মাথায় গঙ্গা জল ভরা কলসি নিয়ে বিধানসভায় বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ পরিষ্কার করেন বিজেপি বিধায়করা (BJP MLA)। তাঁদের দাবি ছিল, তৃণমূলের (TMC) ধরনায় এই চত্বর অপবিত্র হয়েছে। তার পর থেকে বহুবার ঘুরে ফিরে এসেছে এই ‘শুদ্ধিকরণ’। এবার বর্ধমানের (Bardhaman) কুরমুন গ্রামে শিব মন্দিরে দিলীপ ঘোষ পুজো দেওয়ার পর মন্দির পরিষ্কার করলেন মন্দির কমিটির লোকজন।

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা (Bardhaman Durgapur Lok Sabha Constituency) কেন্দ্রে দলের প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রার্থী করেছে বিজেপি। টিকিট পেয়েই জোর কদমে প্রচারে নেমেছেন দিলীপবাবু। এবং একাধিক মন্তব্যে বির্তকে জড়িয়ে নির্বাচন কমিশনের নোটিশও পেয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কুরুচিকর ভাষায় আক্রমণের জন্য শোকজ নোটিশের জবাবও দিতে হয়েছে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের দলের আপদ, বিজেপিতে সম্পদ’, কোচবিহারে দাঁড়িয়ে নিশীথকে তুলোধোনা মমতার]

তবে এবার অন্য ঘটনা ঘটল দিলীপবাবুর সঙ্গে। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে বর্ধমানের কুরমুন গ্রামে শিব মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তিনি পুজো দিয়ে চলে যেতেই জল ঢেলে মন্দির পরিষ্কার করে পুজো কমিটি। তা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। মন্দির কমিটির লোকজনের এহেন পদক্ষেপ ঘিরে প্রশ্ন উঠেছে। যদিও এই নিয়ে মন্দির কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ছেলের সামনেই এলোপাথাড়ি কোপ! নাকাশিপাড়ায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী, কাঠগড়ায় কং-সিপিএম]

পুজো দিয়ে বেরনোর পর শিক্ষা ক্ষেত্রে রাজ্য-রাজ্যপাল সংঘাত ও মুখ্যমন্ত্রীর আচার্য আইন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “মুখ্যমন্ত্রী আইন করে নিজে আচার্য হওয়ার চেষ্টা করেছিলেন। এ ধরনের চেষ্টায় শিক্ষা বিভাগের মান নষ্ট হচ্ছে। একজন সাধারণ মানুষ হিসাবে বলছি বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement