Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

দাপুটে নেত্রী থেকে বিজেপি সাংসদ, পাঁচ বছরে কত সম্পত্তি লকেটের?

মনোনয়নপত্র জমা দিয়ে সম্পত্তির হিসাব দিলেন লকেট চট্টোপাধ্যায়।

Lok Sabha Election 2024: Property of Locket Chatterjee

নিজস্ব চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:May 1, 2024 8:00 pm
  • Updated:May 1, 2024 8:04 pm  

সুমন করাতি, হুগলি: ২০১৯ সালের নির্বাচনে হুগলি লোকসভা নির্বাচনে তাঁর হাতেই পদ্ম ফুটেছিল। চলতি নির্বাচনেও তাঁর উপর ভরসা রেখেছেন বিজেপি নেতৃত্ব। তিনি লকেট চট্টোপাধ্যায়। ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তিনি। তারকা থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার লড়াইয়ে নেমে তিনি বেশ সফল।  ‘২৪ লোকসভায় লকেটের লড়াই এক সময় তাঁর সতীর্থ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। মঙ্গলবার মনোনয়নের সঙ্গে হলফনামাও জমা দেন তিনি।  দিয়েছেন সম্পত্তির খতিয়ান।

রাজনৈতিক কেরিয়ার শুরু করার আগে লকেট বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন। করেছেন থিয়েটারও। পাঁচ বছর সাংসদ থেকেছেন। তথ্য বলছে, লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৬ লক্ষ ৬৭ হাজার ৭৬০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বিজেপি (BJP) নেত্রীর আয় ৭ লক্ষ ১৬ হাজার ৮৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ৩ লক্ষ ২৮ হাজার, ৬৬০। এবং ২০১৮-১৯ অর্থবর্ষে লকেটের আয় ৪ লক্ষ ৮৬ হাজার ৬৫৪ টাকা।

Advertisement

[আরও পড়ুুন: বেআইনি বালি পাচার রুখল পুলিশ, আটক ১৯টি লরি, ডাম্পার]

লকেট বিয়ে করেন প্রসেনজিৎ ভট্টাচার্যকে (Prasenjit Bhattacharjee)। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তাঁর স্বামী ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন, ১লক্ষ ৩৩ হাজার, ১৭১ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে প্রসেনজিতের আয় ৮ লক্ষ ২৫ হাজার ৯২০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ১০ লক্ষ ৬৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৩ লক্ষ ৯৮ হাজার ৫০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৭ লক্ষ ৬৪ হাজার ৩৩১ টাকা।

অভিনেত্রী সাংসদের স্থাবর সম্পত্তি রয়েছে ৭৯ লক্ষ ৮৮ হাজার ৭৫৪ টাকার। অন্যদিকে তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির মূল্য ১৮ লক্ষ টাকা। লকেট নিজের দেওয়া হলফনামায় জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে ৪৫ হাজার ৮০০ টাকা। লকেটের স্বামীর হাতে রয়েছে ২২ হাজার ৩০০ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী লকেটের সোনা রয়েছে ৫৫০ গ্রাম। হলফনামা মোতাবেক লকেটের ব্যাঙ্ক  ও বিনিয়োগ মিলিয়ে ৭৪ লক্ষ ৫৮ হাজার ৮২৯ টাকা রয়েছে। গাড়ি রয়েছে ১২ লক্ষ টাকার। তাঁর স্বামীর ব্যাঙ্ক ও বিনিয়োগ ১ কোটি ৩৩ লক্ষ ৯২ হাজার ৫৪২ টাকার। গাড়ি রয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকার।

[আরও পড়ুন: জগন্নাথ বনাম জগন্নাথ! নাম বিভ্রাটে ভোট কাটার আশঙ্কা, তৃণমূলকেই দুষছেন বিজেপির জগন্নাথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

  • ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তিনি। তারকা থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার লড়াইয়ে নেমে তিনি বেশ সফল তা মেনে নিতেই হবে। '২৪ লোকসভায় লকেটের লড়াই এক সময় তাঁর সতীর্থ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে।
  • লকেট চট্টোপাধ্যায় ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯। ২০২১-২২ অর্থবর্ষে প্রসেনজিতবাবুর আয় ৮ লক্ষ ২৫ হাজার ৯২০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ১০ লক্ষ ৬৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৩ লক্ষ ৯৮ হাজার ৫০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৭ লক্ষ ৬৪ হাজার ৩৩১ টাকা।
  • অভিনেত্রী সাংসদের স্থাবর সম্পত্তি রয়েছে ৭৯ লক্ষ ৮৮ হাজার ৭৫৪ টাকার। অন্যদিকে তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির মূল্য ১৮ লক্ষ টাকা। লকেট নিজের দেওয়া হলফনামায় জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে ৪৫ হাজার ৮০০ টাকা।
  • Advertisement