সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদী মুখকে সরাসরি রাজনীতির ময়দানে নামিয়ে বসিরহাটে (Basirhat) আপাত চমক দিয়েছে বিজেপি। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এই কেন্দ্র থেকে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। তিনি নাকি স্বয়ং নরেন্দ্র মোদিরই পছন্দের প্রার্থী। যদিও রেখা পাত্র নাকি এখনও বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। রবিবার রাতে তাঁর নাম ঘোষণা করার পরদিন সকালেই দেখা গেল, রেখা পাত্রকে প্রার্থী মানতে নারাজ এলাকাবাসীর একাংশ। বিশেষত সন্দেশখালি এলাকায়। সোমবার সকালে সেখানে রেখা পাত্রর বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা গেল। কোনওটায় লেখা – ‘সন্দেশখালির (Sandeshkhali) আন্দোলনকারীরা রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না’। আবার কোনও পোস্টারে লেখা – ‘বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, চাইব না।’
বঙ্গে শাসকদলের বিরুদ্ধে লড়তে বিজেপি যে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করবে, তা মোটের উপর স্পষ্টই হয়ে গিয়েছিল। বিজেপির প্রার্থী তালিকা সেই অনুমানেই সিলমোহর দিল। রবিবার রাতে বাংলার জন্য দ্বিতীয় প্রার্থী তালিকায় বসিরহাট আসনে সন্দেশখালির প্রতিবাদী তথা গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করে কার্যত মাস্টারস্ট্রোক দিল পদ্মশিবির। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যাঁরা প্রকাশ্যে সরব হয়েছিলেন, তাঁদের অন্যতম এই রেখা পাত্র। তিনি চলতি মাসে বারাসতে প্রধানমন্ত্রীর সভায় তাঁর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। তাই তাঁকেই যখন বসিরহাটের লড়াইয়ে ময়দানে নামানোর প্রস্তাব দেওয়া হয় বঙ্গ বিজেপির তরফে, তখন অরাজনৈতিক হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী (PM Modi) সিলমোহর দিয়েছিলেন।
কিন্তু সোমবার সকাল হতে না হতেই মোদির সেই পছন্দের প্রার্থীকে নিয়েই বিক্ষোভ দানা বাঁধল এলাকায়। দোলের দিন রং খেলার সঙ্গে সঙ্গেই রেখার বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানালেন তাঁরা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, বিজেপির পক্ষ থেকে সন্দেশখালির পাত্র পাড়ার গৃহবধূ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু ইনি প্রার্থী হলে কোনওভাবেই বিজেপির জেতা সম্ভব হবে না এই আসনে। তাই রেখাকে প্রার্থী হিসেবে চান না তাঁরা। বরং প্রার্থী হিসেবে ভালো কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রার্থী করতে হবে। এনিয়ে এলাকায় তৃণমূল-বিজেপি তরজাও শুরু হয়ে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রার্থী রেখা পাত্রকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.