বাবুল হক, মালদহ: তৃতীয়দফা ভোটের একেবারে শেষলগ্নে রক্ত ঝরল মালদহে। আক্রান্ত পুলিশ কর্মী। ফেটেছে মাথা। অভিযোগ, ভোট বয়কটের পরও প্রশাসন জোর করে দুই আইসিডিএস কর্মীকে ভোট দিতে বাধ্য করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। তখনই ধস্তাধস্তিতে পুলিশ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। তবে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর বিধানসভা এলাকার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর ১২২। মোট ভোটার ১৩৮১ জন। কিন্তু একজনও ভোট দেননি। ভোটারদের অভিযোগ, উন্নয়ন লেশমাত্র নেই। এত বছর ধরে গ্রামে না হয়েছে রাস্তা, না হয়েছে ব্রিজ। বছরের পর বছর ধরে দাবি জানালেও কেউ তা শোনেননি। তার জেরেই ভোটের দিন ভোট বয়কট এবং অনশন আন্দোলন করেন গ্রামের মহিলারা। সেক্টর অফিসার ঘটনাস্থলে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও কোনওভাবেই তাঁরা ভোট দিতে রাজি হননি।
অভিযোগ, ভোটের শেষলগ্নে প্রশাসন জোর করে দুই আইসিডিএস কর্মীকে ভোট দেওয়ায়। এ নিয়ে ক্ষোভ দানা বাঁধে। ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধুন্ধুমার বেঁধে যায়। সামাল দিতে এসে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। মাথা ফাটে। পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.