Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

অস্ত্র মেরুকরণ! বারাকপুরের জনসভা থেকে ৫ ‘গ্যারান্টি’ দিলেন মোদি

বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় প্রচারসভা থেকে পুরোপুরি হিন্দুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, 'আমি যতদিন আছি, রামনবমী পালনে কেউ বাধা দিতে পারবে না।'

Lok Sabha Election 2024: PM Narendra Modi's five garantee including celebration of Ram Navami in Barrackpore
Published by: Sucheta Sengupta
  • Posted:May 12, 2024 12:19 pm
  • Updated:May 12, 2024 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমী উদযাপন, ‘জয় শ্রীরাম’ স্লোগান – রবিবার রাজ্যের চার জনসভার প্রথমটিতেই কার্যত মেরুকরণ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার করতে গিয়ে হিন্দুত্বের বার্তা তো দিলেনই, সঙ্গে দিলেন পাঁচ গ্যারান্টি। ভাষণের মাঝে বাংলায় বলে উঠলেন, ”মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণের গ্যারান্টি।” তুললেন CAA ইস্যুও। তৃণমূল সরকারকে তোপ দেগে তাঁর মন্তব্য, ”রাতারাতি CAA-কে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে।” বারাকপুরের মাটিতে দাঁড়িয়ে স্মরণ করলেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে রবিবার বাংলায় পর পর চার জনসভা রয়েছে মোদির। প্রথমটি করলেন বারাকপুরে (Barrackpore) দলের প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে। উল্লেখ্য, ২০১৯ সালে অর্জুন সিং লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে লড়ে সাংসদ হয়ে আসার পরের বছরই ফের তৃণমূলে ফেরেন তিনি। ২০২৪এর লোকসভা ভোটের আগে সেই পুনরাবৃত্তি। তৃণমূল প্রার্থী হতে না পেরে আবার বিজেপিতে ফেরা এবং প্রার্থী হওয়া। উনিশে বারাকপুর আসন বিজেপিকে (BJP) এনে দিতে পেরেছিলেন, শুধুমাত্র সেই কৃতিত্বেই তাঁকে ফের প্রার্থী করা হয়েছে। 

Advertisement

[আরও পডুন: শোভন-সোহিনীর বিয়ের চর্চার মাঝেই স্বস্তিকা-ইমনের দেখা, ‘এক্স-কে নিয়ে গসিপ?’, প্রশ্ন নেটপাড়ার]

রবিবার তাঁরই সমর্থনে জনসভা থেকে প্রচারের সুর সপ্তমে চড়ালেন নরেন্দ্র মোদি। যার আগাগোড়া হিন্দুত্বের বার্তায় ভরা। মোদির আশা, ২০১৯-এর চেয়েও ভালো ফল হবে বারাকপুরে। একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করে দিলেন পাঁচ গ্যারান্টি। সেগুলি হল –

  • ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়
  • তফসিলি জনজাতির সংরক্ষণ হবেই
  • যতদিন মোদি ক্ষমতায় থাকবে, ততদিন এদেশে  রামনবমী পালন করতে, রামের পুজোয় কেউ বাধা দিতে পারবে না
  • রামমন্দিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না
  • CAA কার্যকর করা আটকানো যাবে না।

এদিনের ভাষণে একাধিকবার মোদির মুখে ‘জয় শ্রীরাম’ (Jai Sree Ram)স্লোগান শোনা গেল।  উল্লেখ্য, বারাকপুর লোকসভা এলাকায় প্রচুর অবাঙালির বাস। সেখানে অনেকদিন ধরেই রামনবমী, হনুমান জয়ন্তীর মতো উৎসব উদযাপন হয় মহা সমারোহে। সেই জায়গা দাঁড়িয়ে মোদির রামমন্দির (Ram Mandir) ইস্যুতে সুর চড়ানো এবং স্লোগান যথাযথ। পাশাপাশি বারাকপুরের ইতিহাসের কথাও উল্লেখ করে বাসিন্দাদের মন জয় করতে চাইলেন প্রধানমন্ত্রী। 

[আরও পডুন: ‘এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন’, বাংলা নিয়ে বড় ঘোষণা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement