Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

‘দেশ বেচবেন না’, হেমতাবাদের প্রচারসভায় মোদির ‘গ্যারান্টি’ চাইলেন মমতা

'রাজ্য সরকারের গ্যারান্টি মা-মাটি-মানুষ। গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, গ্যারান্টি বার্ধক্যভাতা', বললেন তৃণমূল সুপ্রিমো।

Lok Sabha Election 2024: Mamata Banerjee slams PM Narendra Modi's garantee from poll rally at Hemtabad

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 6, 2024 3:02 pm
  • Updated:April 6, 2024 3:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে জেলায় জেলায় প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। শনিবার দক্ষিণ দিনাজপুরের তপনের পর উত্তর দিনাজপুরের হেমতাবাদে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই মোদির গ্যারান্টি চাইলেন তৃণমূল (TMC) সুপ্রিমো! বললেন, ”আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে।” আরও উসকে দিলেন ‘মোদি গ্যারান্টি’ বনাম ‘দিদি গ্যারান্টি’। চব্বিশের ভোটে তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ে যা শাসকদলের নতুন স্লোগান।

তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেমতাবাদে জনসভা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ছবি: সোশাল মিডিয়া।

শনিবার দুপুরে রায়গঞ্জের (Raiganj) তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চিরাচরিত ভঙ্গিতে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে মমতা বলেন, ”মোদির গ্যারান্টি মোদির ছবি। আর রাজ্য সরকারের গ্যারান্টি, আমি নই, আমি সামান্য এক মানুষ। রাজ্য সরকারের গ্যারান্টি মা-মাটি-মানুষ। গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, গ্যারান্টি বার্ধক্যভাতা। আর মোদি? আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে। দেশ বাঁচানো সরকারের কাজ। কিন্তু এই সরকার সমস্ত বেচে দিচ্ছে। তার আবার গ্যারান্টি!”

Advertisement

[আরও পড়ুন: বাম জমানার কেলেঙ্কারি তুলতেই বাধা কুণালকে]

ভোটের আগে তড়িঘড়ি রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”এখন নির্বাচনের আগে  দাম কমিয়েছে গ্যাস সিলিন্ডারের। তার পর কিন্তু মনে রাখবেন ফের হাজার টাকা হবে। তখন বলতে হবে, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।” হেমতাবাদের সভা থেকে তৃণমূল সুপ্রিমো নানা দিক থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে নানা তিরে বিদ্ধ করে জনসমর্থন টেনে রাখতে চাইলেন ঘাসফুলের দিকে। 

[আরও পড়ুন: আইনজীবীদের কর্মবিরতিকে কেন্দ্র করে উত্তপ্ত আদালত, গণ্ডগোলে অসুস্থ বিচারক, ভর্তি হাসপাতালে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement