Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘নরেন্দ্র মোদি ফুটো ভাঁড়’, মতুয়াগড়ে নির্বাচনী প্রচারে আক্রমণ মমতার

রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, তাঁর অনেক ছবি আগেই নেত্রীর কাছে এসেছে। সেই সব ছবি যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে জগন্নাথ সরকারের গদি উলটে যাবে।

Lok Sabha Election 2024: Mamata Banerjee attacks Narendra Modi with strong language from Ranaghat
Published by: Sucheta Sengupta
  • Posted:May 4, 2024 4:51 pm
  • Updated:May 4, 2024 6:20 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: গরম থেকে একবিন্দু স্বস্তি নেই এখনও। তারই মাঝে দক্ষিণবঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি দলীয় প্রার্থীর সমর্থনে মতুয়া গড় রানাঘাটে জোড়া সভা করেন। রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে চাকদহে নির্বাচনী প্রচার করতে গিয়ে তীব্র শব্দে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। বললেন, নরেন্দ্র মোদি ফুটো ভাঁড়। পাশাপাশি রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, তাঁর অনেক ছবি আগেই নেত্রীর কাছে এসেছে। সেই সব ছবি যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে জগন্নাথ সরকারের গদি উলটে যাবে।

চাকদহে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নির্বাচনী প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি: সোশাল মিডিয়া।

রানাঘাট (Ranaghat) কেন্দ্রটি মতুয়াগড় বলে পরিচিত। আর সেখানে নির্বাচনী প্রচারে CAA, NRC বিরোধিতাকে যে হাতিয়ার করবেন তৃণমূল সুপ্রিমো, তা স্বাভাবিক। চাকদহের সিংহের মাঠ ময়দানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য, একাধিকবার মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের ‘লোভ’ দেখিয়ে তাঁদের কাছ থেকে ভোট নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে মতুয়াদের (Motua) কোনও রকম নিঃশর্ত নাগরিকত্ব দেয়নি। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, ততদিন পশ্চিমবঙ্গে সিএএ হতে দেবেন না বলে কার্যত হুঙ্কার দিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘দুঃখ’ মিটল কি? ডেরেকের অফিসে বৈঠক শেষে কী বললেন কুণাল?]

পাশাপাশি রানাঘাটের বিজেপি প্রার্থী (BJP Candidate) তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে নিয়ে মমতার দাবি, তাঁর অনেক ছবি আগেই নেত্রীর কাছে এসেছে। সেই সব ছবি যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে জগন্নাথ সরকারের গদি উলটে যাবে। তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না। তাই সেসব ছবি প্রকাশ্যে আনছেন না। আগামী ১৩ মে, চতুর্থ দফায় ভোট রানাঘাটে। ওইদিন তৃণমূল প্রার্থী (TMC Candidate) মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়ী করে দিল্লির সংসদে পাঠানোর আবেদন জানান তৃণমূল সুপ্রিমো। বলেন, দিল্লিকে বুঝিয়ে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসই রাজ্যের একমাত্র ভরসা। এদিনের জনসভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ (Bongaon)লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ও অন্যান্য তৃণমূল কর্মী, সমর্থকরা।

[আরও পড়ুন: ন’ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নাই, কলকাতা-হাওড়া স্টেশনে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement