Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘অনেকের চাকরি খেয়েছেন, জনগণের আদালতে আপনার বিচার হবে’, অভিজিৎকে হুঁশিয়ারি মমতার

কোচবিহারের সভা থেকে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Lok Sabha Election 2024: Mamata Banerjee attacked Abhijit Ganguly at Cooch Behar meeting

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 5, 2024 3:27 pm
  • Updated:April 5, 2024 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit ganguly)। তমলুকে বিজেপির (BJP) প্রার্থী হয়েছেন তিনি। ব্রিগেডের সভায় তাঁকে আক্রমণের পর কোচবিহারের সভায় আবার অভিজিৎকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।তাঁর নাম না করে তিনি বললেন, অনেকের চাকরি খেয়েছেন আপনি। এবার জনগণ আপনার চাকরি খাবে”।

শুক্রবার কোচবিহার লোকসভা (Cooch Behar Lok Sabha) কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোর দুর্নীতি নিয়ে নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা। ভাষণে রাজ্য়ে শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গ উঠে আসে তাঁর মুখে। সেই সূত্র ধরে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে ফের সরব হন মুখ্যমন্ত্রী। ব্রিগেডের জন গর্জন সভাতে প্রাক্তন বিচারপতিকে তিনি ‘কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাইরে BJP-র বাহিনী’, বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক, ধুয়ে দিলেন সুজাতা]

আজ মুখ্যমন্ত্রী অভিজিতের নাম না করে বলেন, “দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী কী করলেন। এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওঁর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক।” তিনি আরও বলেন, “আপনি বিচারপতি থাকাকালীন অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার বিচার করুক জনগণ। এবার জনগণ আপনার চাকরি খাবে। এটা জনগণের আদালত।”

[আরও পড়ুন: স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার বীরভূমের ৭ যুবক]

অভিজিৎবাবু বিচারপতি থাকাকালীন রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা শুনেছিলেন। তাঁর নির্দেশে একের পর এক নিয়োগ বাতিল হয়। তখন থেকেই তাঁর সঙ্গে বিজেপি যোগের দাবি তুলেছিল তৃণমূল। এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন মমতা।

মমতার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী  জেনে শুনে মিথ্যা কথা বলছেন। টাকার বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছেন উনি।”

অন্যদিকে অভিজিতের হয়ে ব্যাট  ধরে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ” অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে উনি আদালতে গিয়ে বলুন।মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালট খেয়েছেন। চাকরি খেয়েছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement