Advertisement
Advertisement

Breaking News

Yusuf Pathan

বহরমপুরে পাঠানের ডবল ধামাকা! ইউসুফের হয়ে প্রচারে নামছেন ইরফান

১৩ তারিখ বহরমপুরের নির্বাচন। ১১ মে ওই কেন্দ্রে শেষ প্রচার।

Lok Sabha Election 2024: Irfan Pathan may join Lok Sabha campaign for Yusuf Pathan
Published by: Paramita Paul
  • Posted:May 7, 2024 1:48 pm
  • Updated:May 7, 2024 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদার হয়ে প্রচারে নামতে চলেছেন ভাই! শেষলগ্নের ভোটপ্রচারে ইউসুফ পাঠানের হয়ে ব্যাট ধরতে চলেছেন ‘ভাই’ ইরফান পাঠান। সূত্রের দাবি, আগামী ৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে তাঁর আসা নিয়ে এখনও কিছু জটিলতা রয়েছে, তা কেটে গেলেই বহরমপুরবাসী দেখবে ‘ডবল পাঠান ধামাকা’।

১৩ তারিখ বহরমপুরের নির্বাচন। ১১ মে ওই কেন্দ্রে শেষ প্রচার। এবার কংগ্রেসের অধীর চৌধুরীর গড়ে হাইভোল্টেজ লড়াই। অধীরের বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস ইউসুফ পাঠান। তাঁকে জেতাতে কোমর বেঁধেছেন দলীয় কর্মীরা। এবার ৯ মে তাঁর হয়ে প্রচারে আসছেন ইরফান এবং তাঁদের বাবা। রেজিনগর, বেলডাঙায় রোড শো করতে পারেন তাঁরা। কিন্তু পুরো বিষয়টি এখনও নিশ্চিত নয়। কিছু জটিলতা রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। সেই জট কাটানোর আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Advertisement

[আরও পড়ুন: ‘গণিকা-বেশ্যালয়কে মহিমান্বিত করার কী আছে?’, ‘হীরামাণ্ডি’ নিয়ে বিতর্কিত কথা বিবেক অগ্নিহোত্রীর]

ওয়াকিবহাল মহল বলছে, বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার অধীর চৌধুরীকে চমকে দিতে পারেন ইউসুফ পাঠান। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল সমালোচক। তাঁর খাসতালুক দখলে এবার মরিয়া তৃণমূল। স্বাভাবিকভাবেই রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে বহরমপুর। তৃণমূলের দাবি, প্রচারে ইউসুফ যেভাবে সাড়া পাচ্ছেন, তাতে তাঁর জয় সময়ের অপেক্ষা। সেই অঘটনকেই বাস্তব করতে শেষলগ্নের প্রচারে বহরমপুরে ‘কার্পেট বম্বিং’ করতে চলেছে তৃণমূল। বুধবার ইউসুফের হয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই সেখানে পাঠানের ‘ডবল ধামাকা’।

[আরও পড়ুন: ‘নেপো প্রোডাক্ট’, মামা বনশালির ‘হীরামাণ্ডি’র জন্য দিনরাত খোঁটা খেয়ে বড় সিদ্ধান্ত ‘আলমজেবে’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement