সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মাঝে সাধুদের সঙ্গে রাজনীতির যোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ইতিমধ্যে যথেষ্ট শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নাম উল্লেখ করে ভোটে বিজেপির হয়ে প্রচার এবং তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে পালটা মমতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠান কার্তিক মহারাজও। কিন্তু কার্তিক মহারাজকে নিয়ে নিজের বক্তব্যে আজও অনড় তৃণমূল সুপ্রিমো।
সোমবার বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে এ বিষয়ে ফের বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”আমি রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission)বিরুদ্ধে নই। কেনই বা হব? কেন একটা প্রতিষ্ঠানকে শুধু শুধু অপমান করব? গঙ্গাসাগরে যে ভারত সেবাশ্রম আছে, সেখানে আমি যাই। ওঁরা আমাকে খুব ভালোবাসে, যত্ন করে, ওরা দেশের জন্য খুব কাজ করে। আমি একটি লোকের নাম করে কথা বলেছি, কার্তিক মহারাজ। তিনি ভোটের সময় আমাদের এজেন্টকে বুথে বসতে দেননি। মুর্শিদাবাদে (Murshidabad) যে দাঙ্গা হল কদিন আগে, তার হোতা ছিলেন।” কার্তিক মহারাজের বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য, ”উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন। কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। আড়াল থেকে নয়।”
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা অশান্ত হয়ে উঠেছিল। যার জেরে সেখানকার পুলিশ প্রশাসনে রদবদল করে নির্বাচন কমিশন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। সেই ঘটনার কথা উল্লেখ করেও কার্তিক মহারাজের দিকেই আঙুল তুললেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ”আমার কাছে সব খবর থাকে। আপনি ধর্মের নামে এলাকায় বিজেপির প্রচার করেন। দলের কর্মীরা আমাকে বলেছেন যে বুথে এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ। আমাদের বাংলায় ভোটের সময়ে আমাদেরই বুথে বসতে দেবেন না, অশান্তি করবেন, তা হবে না। আগে এখানে অধীর চৌধুরী অশান্তি করত, এখন বিজেপি অশান্তি করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.