Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

যাদবপুরে বুদ্ধিজীবী অনির্বাণ, বোলপুরে গৃহবধূ, বিজেপির নতুন প্রার্থী আর কারা?

জেনে নিন নতুন প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচয়।

Lok Sabha Election 2024: Here is brief introduction of new candidates of BJP in West Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:March 2, 2024 8:10 pm
  • Updated:March 2, 2024 8:16 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগেই প্রায় ২০০ প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP) । শনিবার সন্ধেবেলা দিল্লিতে দলের সদর দপ্তর থেকে ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলার ২০ জন। বাংলায় বেশিরভাগ আসনে পুরনো প্রার্থীদের উপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। তবে বেশ কিছু নতুন মুখও তুলে আনা হয়েছে। বিশেষ নজরে যাদবপুর, কাঁথি, ঘাটালের মতো হাইভোল্টেজ কেন্দ্র। বোলপুর, আলিপুরদুয়ারেও নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গের গেরুয়া ব্রিগেডের নয়া যোদ্ধা এখনও চার। যাদবপুর (Jadavpur) কেন্দ্র থেকে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কাঁথি থেকে লড়বেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী প্রিয়া সাহা। অন্যদিকে, আলিপুরদুয়ারের নতুন প্রার্থী বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এবার একঝলকে দেখে নেওয়া যাক নতুন প্রার্থীদের পরিচয়। এঁদের সকলেরই কমবেশি সংসদীয় রাজনীতিতে লড়াইয়ের অভিজ্ঞতা আছে।

Advertisement

[আরও পড়ুন: তিনদিনের ব্যবধানে ফের বঙ্গে মোদি, তৃণমূলের ব্রিগেডের দিনই জলপাইগুড়িতে সভা?]

যাদবপুর কেন্দ্রটি বরাবরই যে কোনও রাজনৈতিক দলেরই পাখির চোখ। অভিজাত, শিক্ষিত মানুষজন কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে দেখতে চান, তা বুঝেই এখানকার প্রার্থী নির্বাচন করেন রাজনীতির কারবারীরা। আর সেখানেই প্রথম দফায় বিজেপি বড়সড় চাল দিয়ে দিল। যাদবপুর কেন্দ্রে বঙ্গ বিজেপির অন্যতম তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হল। এর আগে ২০২১ সালে বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। তবে তৃণমূলের অসিত মালের কাছে পরাস্ত হন। চব্বিশের লোকসভা ভোটে তিনিই ‘গেরুয়া’ বাজি। এই কেন্দ্রে বর্তমানে সেলিব্রিটি সাংসদ তৃণমূলের মিমি চক্রবর্তী।

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়। নিজস্ব ছবি।

আরেকটি নজরকাড়া কেন্দ্র কাঁথি (Kanthi)। এখানে বরাবর শিশির অধিকারী জিতে এসেছেন। তিনি বর্তমানে সেখানকার সাংসদ। যদিও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। তো সেই কাঁথি কেন্দ্রেই এবার শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করল বিজেপি। সৌমেন্দু এর আগে কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। এদিকে, আলিপুরদুয়ার থেকে এবারের লোকসভায় লড়াইয়ে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তাঁর বদলে এখানকার প্রার্থী মনোজ টিগ্গা। তিনি বর্তমানে মাদারিহাটের বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক।

[আরও পড়ুন: গম্ভীরের পর এবার যশবন্ত সিনহার ছেলে, নির্বাচনী রাজনীতি থেকে অব্যাহতি চান বিজেপি সাংসদ

তবে গেরুয়া ব্রিগেডের আরও বড় বাজি বোলপুরের (Bolpur) প্রার্থী ঘোষণা। সেখানে সাধারণ গৃহবধূ প্রিয়া সাহার উপর ভরসা রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রিয়া এর আগে ২ বার সাঁইথিয়া কেন্দ্র থেকে বিধানসভার লড়াই করেছেন। তবে পরাজিত হয়েছে। চব্বিশের যুদ্ধ তাঁর কপালে জয়তিলক পরাতে পারে কি না সেটাই দেখার।

বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। ছবি: সুশান্ত পাল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement