বাবুল হক, মালদহ: পর্দার নায়ক, দর্শকের স্বপ্নের নায়ক। তিনি আবার জনপ্রতিনিধিও। মানুষের ধরাছোঁয়ার মধ্যেই থাকেন। রাজনৈতিক নেতা হিসেবে তৃণমূলের তারকা প্রার্থী ও বিদায়ী সাংসদ দেব কতটা পরিপক্ক, তা নিয়ে রাজনীতির কারবারিরা তর্কবিতর্কে চায়ের কাপে তুফান তুলতেই পারেন। কিন্তু আমজনতার কাছে দেব যথেষ্ট পছন্দের সাংসদ, তা গত দুবারের লোকসভা ভোটে প্রমাণিত। চব্বিশের লোকসভা নির্বাচনেও দেব ঘাটাল কেন্দ্রের প্রার্থী। একইসঙ্গে তিনি তারকা প্রচারকও। শনিবার মালদহ দক্ষিণের (Maldah Dakshin) তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে গিয়ে মানবতার বার্তা দিলেন দেব। বললেন, ”রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না।”
শনিবার দুপুরে তৃণমূল প্রার্থী (TMC Candidate) শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে জনসভা করেত মোথাবাড়ি পিডব্লুডি মাঠে পৌঁছে যান দেব (Dev)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ”রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কাজের নিরিখে ভোট দিন। কোন দলকে ভোট দেবেন, তা বলব না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কী কাজ করেছে, আর কেন্দ্রে থাকা সরকার কী কাজ করেছে, বিচার বিবেচনা করবেন। ধর্ম নিয়ে রাজনীতি হয়। কোনও রাস্তাঘাট হয় না, স্কুল, কলেজ হয় না। শুধু মন্দির তৈরি হবে। এখানে হিন্দু-মুসলমান পরে হবে, এখানে সবাই আমরা ভারতীয়।” টলিউড সুপারস্টারের আরও বক্তব্য, ”আপনারা যখন স্কুলে যান, পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞেস করেন? প্লিজ, বাংলার রাজনীতিতে হিন্দু-মুসলিম ভাগ করবেন না।”
এই প্রথম নয়। তাঁর রাজনৈতিক বক্তব্য বরাবরই ব্যতিক্রমী। কাউকে ব্যক্তি আক্রমণ নয়, নিজস্ব ভঙ্গিতে ভোটের প্রচার করে থাকেন দেব। বারবারই তাঁর গলায় শোনা গিয়েছে, ভোট যাকে খুশি দিন, কাজের নিরিখে দিন। শনিবারের সভা থেকেও তাইই বললেন। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সম্প্রীতির বার্তা তিনি দিলেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.