Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘হয়তো যোগ্য ছিলাম না’, এবার টিকিট নিয়ে ‘অভিমানী’ আরামবাগের অপরূপা

ভোটে লড়ার টাকা নেই বলে দল টিকিট দেয়নি বলেও দাবি করেছেন অভিমানী অপরূপা।

Lok Sabha Election 2024: Controversy started over Aparupa Poddar's comment
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 30, 2024 12:00 am
  • Updated:March 30, 2024 12:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছিল উধাও বেশ কয়েকজন সাংসদের নাম। সেই তালিকায় ছিলেন আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দার। যদিও নাম কাটা নিয়ে এতদিন কিছুই বলেননি তিনি। এবার প্রকাশ্যে মুখ খুললেন অপরূপা (Aparupa Poddar)। বললেন, “ভোট লড়ার টাকা নেই জেনেই প্রার্থী করেনি দল! বা হয়তো যোগ্য ছিলাম না।” এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপাড়।

আসন্ন লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে প্রার্থী করেছে তৃণমূল। বেশ কয়েকজনের আসন বদলও হয়েছে। এসবের মাঝে প্রার্থী না হওয়া নিয়ে ইঙ্গিতে উষ্মাপ্রকাশ করলেন অপরূপা। কী জানিয়েছেন তিনি? অপরূপার কথায়, “কেন প্রার্থী হতে পারিনি জানি না। তবে আমি দলের ৩ জনকে জানিয়েছিলাম টাকা না থাকার কথাটা। আজকের দিনে দাঁড়িয়ে আমার ভোটে লড়ার টাকা নেই। হয়তো সাংসদই সে কথা দিদি বা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে। কারণ ভোটে লড়তে টাকা লাগে।”

Advertisement

[আরও পড়ুন: বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাই, ভগবানগোলায় কে?]

এখানেই শেষ নয়। অভিমানী সুরে তিনি আরও বলেন, “হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।” এখানেই স্পষ্ট তাঁর ক্ষোভ। তবে শুধু অপরূপা নন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর অনেকেই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। কেউ আবার পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছে, কেউ অবস্থানে অনড় ছিলেন। টিকিট না পেয়েই অর্জুন সিং সোজা ফিরে গিয়েছেন পুরনো দল বিজেপিতে।

[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement