Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

মুর্শিদাবাদে দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি, হাসপাতালে শিশু-সহ ৫

আহতদের মধ্যে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যও।

Lok Sabha Election 2024: Bomb Hurled at Murshidabad left 5 injured

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 10, 2024 7:10 pm
  • Updated:April 10, 2024 8:18 pm  

কল্য়াণ চন্দ্র, বহরমপুর: ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি চলল রেজিনগরে। বোমাবাজিতে জখম হয়েছে এক শিশু-সহ পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যও। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি শুরু হয় রেজিনগরের আন্দুলবেড়িয়ায়। ঘটনায় আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য সামিম শেখ। তাঁর অভিযোগ, যারা আক্রমণ করেছে তাঁরা সকলেই কংগ্রেস কর্মী। বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের দেওয়াল লেখার সময় হঠাৎ করেই হামলা করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। ছোঁড়া হয় বোমা। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: অনুপম খেরের ‘মোদি স্তুতি’ সত্ত্বেও টিকিট পেলেন না কিরণ]

আহতদের মধ্যে ইয়ার হোসেন, সামিম শেখ, সজল শেখ ও এক শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ৮ তারিখ মুর্শিদাবাদে চলে গুলিও। জমিজমা নিয়ে বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ঘটে মুর্শিদাবাদে। তবে এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলে খবর। অশান্তির জেরে জখম হন অন্তত ৯ জন। গুলিবিদ্ধ হয়েছিলেন অন্তত ২। সোমবার ঘটনাটি ঘটেছিল কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে।

[আরও পড়ুন: ‘হিংস্র’ প্রজাতির কুকুরদের এখনই নিষিদ্ধ নয়, কেন্দ্রের নির্দেশ খারিজ করে কী বলল হাই কোর্ট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement