মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: উলুবেড়িয়া আমতায় দলীয় প্রার্থী সমর্থনে প্রচার করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভার কিছুক্ষণ পরেই তৃণমূলে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা। সঙ্গে বাম,কংগ্রেস থেকে একাধিক কর্মী সমর্থকও নাম লেখান শাসক দলে।
উলুবেড়িয়া (Uluberia Lok Sabha) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমরুক হাটের সভায় মন্ত্রী পুলক রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। ভোটের মুখে (2024 Lok Sabha Election) ভিন্ন দল থেকে শাসক দলে যোগ এই লোকসভায় তাঁদের পাল্লা আরও ভারি করল বলেই মত রাজনৈতিক মহলের।
আমতায় অমিত শাহের (Amit Shah) সভার পাশাপাশি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের (Sajda Ahmed) সমর্থনে সমরুক হাটে সভা ছিল তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক। তাঁর হাত ধরেই পঞ্চায়েত ভোটে বিজেপির জেলা পরিষদের প্রার্থী হওয়া শক্তি প্রমুখের নেতৃত্বে একাধিক বিজেপি কর্মী, সমর্থকরা যোগ দেন শাসক শিবিরে। এছাড়াও সিপিএম, কংগ্রেসের একজন, আইএসএফের দুজন। নির্দলের ৩ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন।
প্রধান বিরোধী দল বিজেপির নেতারা তাঁদের শিবিরে আসার পর মন্ত্রী পুলক রায় বিজেপিকে বিঁধে বলেন, “যারা এখন চোখে পদ্মফুল দেখছেন তাঁরা ৪ তারিখে ফলপ্রকাশের পর চোখে সর্ষেফুল দেখবেন। দিদির গ্যারেন্টি ১০০ শতাংশ ,মোদীর গ্যারিন্টি জিরো। বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে, বিশ্বাস করে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত।” এর পরে রাজ্যের মন্ত্রী আশ্বাস দেন স্বাধীনতা দিবসের আগেই উলুবেড়িয়ার প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.