সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: বহু তর্জন গর্জন করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে প্রার্থীই খুঁজে পাচ্ছে না পদ্মপক্ষ! রবিবার রাতে ১৯ আসনে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার এখনও ফাঁকা। ওই আসনে কে লড়বেন বিজেপির হয়ে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বিজেপির বহু নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। ফলে ডায়মন্ড-হারবারে জোর টক্কর যে হবে, তা ধরেই নিয়েছিল ওয়াকিবহল মহল। প্রতিপক্ষ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই ওই আসনে কাকে টিকিট দেয় পদ্মশিবির, সেদিকে নজর ছিল সকলের। এসবের মাঝে বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন ‘তৃণমূল সেনাপতি’কে আড়াই লাখ ভোটে হারানোর। কিন্তু বিজেপির গর্জনই সার! প্রার্থী তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে এত বৈঠক সত্ত্বেও এই দফাতেও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না পদ্মশিবির। শিয়রে ভোট, এদিকে কর্মীরা এখনও জানেনই না যে কার হয়ে ময়দানে নামবেন তাঁরা, যা বিজেপির জন্য মোটেই ইতিবাচক নয় বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
এদিকে আগেই আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করলেও ঘটনাচক্র বর্তমানে ওই আসন ফাঁকা। কারণ সরে দাঁড়িয়েছেন খোদ প্রার্থী। তার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও এখনও ওই আসন নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বিজেপি। অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ওরফে কেষ্টর গড় বীরভূমে তৃণমূলের ভরসা দীর্ঘদিনের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এবারও তিনিই লড়ছেন। কিন্তু বিজেপির তরফে কে টেক্কা দেবে তাঁকে? উত্তর অজানা। এই দফাতেও বীরভূমের প্রার্থীর নাম জানাতে পারল না বিজেপি। একইভাবে এখনও ঝাড়গ্রামের প্রার্থী নিয়েও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি গেরুয়া শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.