Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

ভোট লুট রুখতে চ্যালাকাঠের দাওয়াই! ফের বিতর্কে বারাসতের বিজেপি প্রার্থী

এর আগেও স্বপন মজুমদার একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন।

Lok Sabha Election 2024: BJP candidate Swapan Majumdar's comment sparks controversy

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 11, 2024 8:10 pm
  • Updated:April 11, 2024 8:10 pm  

অর্ণব দাস, বারাসত: একাধিক বিতর্কের মধ্যেই এবার চ্যালাকাঠের হুঁশিয়ারি দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। ভোট লুট আটকাতে বুথের বাইরে কর্মীদের চ্যালাকাঠ নিয়ে থাকার দাওয়াই দিলেন তিনি। এর আগেও স্বপনবাবু কখনও পুলিশকে দিয়ে এনকাউন্টার, আবার কখনও থানা জ্বালিয়ে দেওয়ার মতো উসকানিমূলক মন্তব্য করেছেন। এর পর বৃহস্পতিবার অশোকনগর কল্যাণগড়ে তাঁর এই মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিজেপি প্রার্থী স্বপন মজুমদার (Swapan Majumdar) বলেন, “এটা মমতা দিদির চোরেদের ভোট না, পঞ্চায়েত ভোট না। এটা লোকসভা নির্বাচন। তাই দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। দাদার পুলিশ মানে সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চ্যালাকাঠ নিয়ে ভোটকেন্দ্রের বাইরে তৈরি থাকবে। যারাই মস্তানি, গুন্ডামি করতে আসবে, কাউকে রেয়াত করা হবে না।”

Advertisement

[আরও পড়ুন: অশান্তি কেড়েছে সন্তান, যন্ত্রণা বুকে চেপে ইদে সম্প্রীতির বার্তা আসানসোলের সেই ইমামের]

প্রার্থীর এই মন্তব্য সমর্থন করেছে দল। বারাসত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমাদের চ্যালাকাঠ তৈরি করা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে।” তবে এনিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এই প্রসঙ্গে জানান, “বিজেপি প্রার্থী সবসময়ই কটু কথা বলেন বা উসকানিমূলক মন্তব্য করেন। তাই একথার প্রতিক্রিয়া দিতেও রুচিতে বাধে। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এর জবাব আগেও দিয়েছেন, এবারও দেবেন।”

[আরও পড়ুন: অ্যাডিডাসের জুতো পরে বিপাকে ঋষি সুনাক, চাপের মুখে ক্ষমাপ্রার্থী ব্রিটিশ প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement